ইন্ডিয়ান সুপার লিগের মাস্টার রাইটস এগ্রিমেন্ট ঘিরে আলোচনা করতে পরিচালন ও বিপণন সংস্থা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডের সঙ্গে বৈঠক করবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। সর্বভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশের পরপরই দ্রুত চুক্তি পুনর্নবীকরণ নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি নিয়েছে। আর তাদের এই সিদ্ধান্ত বিবৃতি দিয়েও প্রকাশ করেছে এআইএফএফ।
শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি শ্রী পিএস নরসিমা এবং বিচারপতি অতুল চন্দুরকরের ডিভিশন বেঞ্চ জানিয়ে ছিল, আইএসএলের অচলাবস্থা কাটাতে ফেডারেশন এবং এফএসডিএল আলোচনায় বসতে পারবে। সম্ভব হলে এক সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানের পথ খোঁজার পরামর্শ দেওয়া হয় ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে। সুপ্রিম নির্দেশের পরপরই এআইএফএফ তাদের বিবৃতি প্রকাশ করেছে।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডের মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট শেষ হচ্ছে চলতি বছরের ৮ ডিসেম্বর। চুক্তি পুনর্নবীকরণ না হলে, ২০২৫-২০২৬-এর আইএসএল শুরু হওয়া সম্ভব নয় বলে জানায় পরিচালনা ও প্রচারের দায়িত্বে থাকে ভারতীয় সংস্থাটি। একই সঙ্গে চলতি মরসুমের টুর্নামেন্ট স্থগিত রাখার সিদ্ধান্তও ঘোষিত হয়।
এআইএফএফ-এর বাণিজ্যিক অংশীদারের এমন আচমকা ঘোষণায় বিপাকে পড়ে অংশগ্রহণকারী ১৩ টি ক্লাব। এর পরেই ওড়িশা এফসি, বেঙ্গালুরু এফসি এবং চেন্নাইয়িন এফসি তাদের নথিভুক্ত ফুটবলার এবং কর্মীদের সঙ্গে চুক্তিও স্থগিত রাখার কথা জানায়। বন্ধ হয় ক্লাবগুলির নথিভুক্ত কোচ-ফুটবলার সহ সাপোর্ট স্টাফদের বেতন। কোনও কোনও ক্লাব আবার তাদের ফুটবল সংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ড স্থগিত রাখার কথাও জানিয়েছে।
আইএসএলের ভবিষ্যত জানতে ১৩টা ক্লাবের মধ্যে ১১টা ক্লাব ফেডারেশনের সঙ্গে বৈঠক করে। সেই বৈঠকেই সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি জানাতে অনুরোধ করা হয় ফেডারেশনকে। ফেডারেশন ও আদালত বন্ধুর আবেদনে সাড়া দিয়ে গত ১৮ অগস্ট সর্বোচ্চ আদালত জানায়, ২২ অগস্ট শুনানি হবে। সেই মতোই শুক্রবার শুনানির পর্বে দ্রুত আলোচনায় বসার নির্দেশ দিয়েছে দুই বিচারপতির বেঞ্চ।
সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি আগামী ২৮ আগস্ট, বৃহস্পতিবার। এআইএফএফ সহ আইএসএল-এ অংশ নেওয়া ক্লাবকর্তাদের প্রত্যাশা, শীর্ষ আদালতে পরবর্তী শুনানির আগেই এমআরএ ঘিরে যাবতীয় টানাপোড়েন মিটে যাবে।