এবার দুয়ারে সরকার শিবিরেই পরিযায়ী শ্রমিকরা শ্রমশ্রী প্রকল্পে তাঁদের নাম নথিভুক্তকরণের সুযোগ পাবেন। শনিবার শ্রম দফতর এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি বিভিন্ন রাজ্যে বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলিতে কাজ করা বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ নেমে এসেছে। আতঙ্কিত শ্রমিকরা অনেকেই রাজ্যে ফিরে আসতে চাইছেন। তাঁদের কথা ভেবেই মুখ্যমন্ত্রী চালু করেছেন শ্রমশ্রী প্রকল্প। এই প্রকল্পে ফিরে আসা শ্রমিকদের প্রথম এক বছর মাসে ৫ হাজার টাকা করে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল সরকার। ইতিমধ্যে জনগণের স্বার্থে রাজ্যজুড়ে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। সেখানেই পৃথকভাবে দুয়ারে সরকার প্রকল্পের কাজও চলবে বলে জানানো হয়েছে। ৩ নভেম্বর পর্যন্ত দুয়ারে সরকার শিবির চলবে বলে।
পরিযায়ী শ্রমিক কল্যাণ পরিষদের চেয়ারম্যান তথা রাজ্যসভার তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম জানিয়েছেন, মানুষ যাতে শ্রমশ্রী প্রকল্প সম্পর্কে জানতে পারেন সে জন্য প্রচার চালানো হবে। বিশেষ করে সেই সব জেলায় যেখান থেকে অধিকাংশ মানুষ ভিন রাজ্যে কাজে যান।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন, যে সমস্ত শ্রমিক বাংলায় ফিরে আসবেন তাঁদের আসার খরচ হিসেবে এককালীন ৫০০০ টাকা দেওয়া হবে। এরপর তাঁরা নতুন কাজ না পাওয়া পর্যন্ত প্রায় এক বছর ধরে সরকার তাঁদের মাসিক পাঁচ হাজার টাকা হিসেবে ভাতা দেবে। যদিও সরকারের এই ভাতায় আদৌ সন্তুষ্ট নয় অধিকাংশ পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবার। তাঁদের অভিযোগ, ৫ হাজার টাকায় বর্তমান বাজারে কিছুই হয় না। তাই আতঙ্ক নিয়েই তাঁরা ভিন রাজ্যে কাজ করতে চান। বরং ভিন রাজ্যে যাতে তাঁদের নতুন করে আর কোনও সমস্যায় পড়তে না হয় সে বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার সংশ্লিষ্ট রাজ্যগুলির সঙ্গে কথা বলে কিছু একটা ব্যবস্থা করুক।
