শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি নতুন চার্জশিট জমা দিয়েছে, যেখানে লিপস অ্যান্ড বাউন্ডস নামে একটি সংস্থার বিরুদ্ধে বড় অভিযোগ আনা হয়েছে। ইডির দাবি, খাতায় কলমে ব্যবসা হলেও, সাইকেল সংস্থা সহ চারটি সংস্থা থেকে কয়েক কোটি টাকা নিয়েছে লিপস অ্যান্ড বাউন্ডস। সংস্থাটি বৈদ্যুতিক কেটলি, চশমা এবং কার্ডের ব্যবসা সংক্রান্ত ভুয়ো ইনভয়েস দেখিয়েছে, যার ভিত্তিতে তারা টাকা পেয়েছে।
ইডির চার্জশিটে লক্ষ্মী সাইকেল প্রাইভেট লিমিটেডের মালিকের বয়ান উল্লেখ রয়েছে। তিনি জানান, তাঁর সংস্থার অ্যাকাউন্ট থেকে টাকা লিপস অ্যান্ড বাউন্ডসের অ্যাকাউন্টে যাওয়ার পরও কোনও ধরনের ব্যবসা বা জিনিসপত্রের কেনাবেচা হয়নি। এদিকে, চার্জশিটে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও রয়েছে, যিনি লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর হিসেবে উল্লেখিত।
চমকপ্রদ তথ্য হলো, ৪টি সংস্থার মাধ্যমে লিপস অ্যান্ড বাউন্ডসের অ্যাকাউন্টে ২ কোটি ৮৩ লক্ষ ২৬ হাজার ৪৩৫ টাকা ঢুকেছে। এর মধ্যে লক্ষ্মী সাইকেল প্রাইভেট লিমিটেড থেকে ১ কোটি ৩৪ লক্ষ টাকা এবং নবীন এন্টারপ্রাইজ থেকে ১ কোটি ২৪ লক্ষ টাকা এসেছে। চার্জশিটে আরো নাম রয়েছে, যেমন- নবীনকুমার গুপ্ত, মনোজ মানহোত, সুজয়কৃষ্ণ ভদ্র (কালীঘাটের কাকু) এবং অন্যান্য প্রোমোটারদের।
এদিকে, ২০২২ সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কেও গ্রেফতার করেছিল ইডি। পরবর্তীতে আরও বেশ কিছু হেভিওয়েট ব্যক্তি জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হন। এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি তৃণমূলের শীর্ষ নেতাদেরও হালকা করে দিয়েছে।