এশিয়া কাপ ক্রিকেট শুরুর মুখে ধাক্কা খেল বিসিসিআই। হারাতে চলেছে তাদের প্রধান স্পনসর ড্রিম ইলেভেন-কে। ফ্যান্টাসি স্পোর্টস প্লাটফর্ম-এর “ড্রিম ১১” তাদের ৩ বছরের করা চুক্তি থেকে হঠাৎ করেই সরে দাঁড়াচ্ছে। যদিও বিসিআই কিংবা ফ্যান্টাসি স্পোর্টস প্লাটফর্ম এর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি। তবে বিসিসিআই সূত্র মারফৎ খবর, এশিয়া কাপে ভারতীয় ক্রিকেট দলের জার্সি থেকে মুছে যেতে চলেছে ড্রিম ইলেভেন লোগো।
টি-২০ এশিয়া কাপ ক্রিকেটের আগে প্রধান স্পনসর সরে যাওয়ার খবর দুঃশ্চিন্তা বাড়িয়েছে বিসিসিআই কর্তাদের। কারণ শুধু নতুন স্পনসর খোঁজা নয়, ড্রিম ইলেভেন লোগো বসান জার্জি গুলো তৈরি হয়ে যাওয়ায় সেগুলিকেও সময়ের মধ্যে বদলাতে হবে।
প্রসঙ্গত ২০২৩ সালে ড্রিম ১১, বিসিসিআইয়ের সঙ্গে হাত মিলিয়েছিল ৩৫৮ কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করে। এর মধ্যে প্রতি হোম ম্যাচের জন্য ৩ কোটি টাকা এবং প্রতি অ্যাওয়ে ম্যাচের জন্য ১ কোটি টাকা ধার্য ছিল।
সংসদের বাদল অধিবেশনে সম্প্রতি পাস হয়েছে প্রোমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল, ২০২৫’ ( ‘Promotion and Regulation of Online Gaming Bill, 2025’ । যেখানে গেমিং প্ল্যাটফর্মগুলিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিসিসিআই এর লিড স্পনসর ড্রিম ইলেভেনের মূল ব্যবসা কিন্তু এই সেক্টরই। লোকসভা ও রাজ্যসভা—দুই কক্ষেই বিলটি পাস হয়ে যাওয়ায় এবার আইনে কার্যকর হবে।
অনলাইন গেমিং ঘিরে বিসিসিআই এর সচিব দেবজিৎ সাইকিয়ার বলেছেন, ‘যা অনুমোদিত নয়, সেটা আমরা করব না। কেন্দ্রীয় সরকারের গৃহীত নীতি বিসিসিআই সম্পূর্ণভাবে মেনে চলবে।’ জানা গেছে যে, বিসিসিআই তাদের জার্সির স্পন্সরশিপের জন্য নতুন দরপত্রও আহ্বান করবে। তবে ৯ সেপ্টেম্বরের আগে সেই নতুন স্পনশরশিপ নাও পেতে পারে। সেক্ষেত্রে লিড স্পনশর ছাড়াই এশিয়া কাপ টুর্নামেন্টে খেলতে নামবে সূর্যকুমার যাদবের ভারত।
এদিকে এশিয়া কাপ ক্রিকেট শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর থেকে। ফাইনাল ম্যাচটি রয়েছে ২৮ তারিখে। টি-২০ ক্রিকেটের আন্তর্জাতিক টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে হবে এবং ম্যাচগুলি হবে দুবাই এবং আবুধাবিতে।। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ১৫ সদস্যের দলকে ইতিমধ্যেই বেছে নিয়েছে বোর্ডের সিলেকশন কমিটি। সহ অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন শুভমন গিল। স্ট্যান্ড বাই হিসেবে রয়েছেন আরও ৫ ক্রিকেটার।
