মেদ ঝরানোর জন্য যেমন খুশি ওষুধ খেতে গিয়ে বড় বিপদ ডেকে আনছেন না তো? ওয়েগোভি এবং মাউঞ্জারো-এর মতো ওজন কমানোর নতুন ওষুধের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। আইএমএ-র অভিযোগ, এই দুই ওষুধ নির্বিচারে প্রেসক্রাইব করা হচ্ছে। যা মানুষের স্বাস্থ্যের উপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে। এ ধরনের ওষুধ প্রেসক্রাইব করার ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণবিধি তৈরির আহ্বান জানিয়েছে আইএমএ।
নতুন প্রজন্মের কাছে অতিরিক্ত মেদ বা স্থূলতা এক সমস্যা। তাই অনেকেই দ্রুত ওজন কমিয়ে ঝরঝরে হতে চান। অনেকেই আবার সৌন্দর্যগত কারণে নিজেকে স্লিম দেখতে ভালোবাসেন। সে কারণেই তাঁরা ওয়েগোভি এবং মাউঞ্জারো-এর মতো ওজন কমানোর ওষুধ নিয়মিত ব্যবহার করেন। অনেক চিকিৎসক এমনকী, নিউট্রিশিয়ানরাও এই ওষুধগুলি প্রেসক্রাইব করে থাকেন। স্থানীয় দোকান থেকেও এই ওষুধগুলি সহজেই কিনতে পাওয়া যায়। এই বিষয়টি অত্যন্ত উদ্বেগের ও ঝুঁকির বলে মনে করছে আইএমএ।
এক সমীক্ষায় দেখা গিয়েছে, অনেকই মনে করছেন, দ্রুত ওজন কমাতে এই ওষুধগুলো খুবই কার্যকর। এমনকি, চিকিৎসকের পরামর্শ বা প্রেসক্রিপশন ছাড়াই এই দুই ওষুধ কেনা ও খাওয়া যায়। কিন্তু আইএমে স্পষ্ট বলছে, বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপারিশ ছাড়া এই ওষুধ খাওয়া কখনওই উচিত নয়। নিয়মিত এই ওষুধ খেলে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।
স্বাস্থ্য সংক্রান্ত চরম সমস্যা তৈরি হতে পারে। পিত্তথলিকে নষ্ট করে দিতে পারে এই দুই ওষুধ।
মানুষের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে আইএমএ এই ধরনের ওষুধ প্রেসক্রাইব করার নিয়ম আরও কঠোর করার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে।
পাশাপাশি আইএমএ-র তরফে চিকিৎসকদের কাছে এক আবেদনে বলা হয়েছে, এই ধরনের ওষুধ লেখার আগে তাঁরা যেন আরও সতর্ক থাকেন। কোনও রোগীর এই ওষুধ আদৌ প্রয়োজন আছে কিনা সেই বিষয়টি যেন ভালো করে পরীক্ষা করে দেখেন। ওজন কমাতে অকারণে ওষুধ খাওয়া নয় বরং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার ধরন পরিবর্তন সম্পর্কে রোগীদের সচেতন করার উপর জোর দেওয়ার সুপারিশ করেছে আইএমএ।
(ওজন কমানোর ওষুধ সহ যে কোনও ওষুধ খাওয়ার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ জরুরী)