একদিকে সন্তান লাভের আশা আর অন্যদিকে মনের ভেতর চেপে বসে থাকা কুসংস্কারের জেরে আজও নানা হেনস্থার শিকার হন ভারতের বহু নারী। এই অন্ধবিশ্বাসের সুযোগ নিয়েই কিছু ভণ্ড তান্ত্রিক ও প্রতারক নারীকে শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে শোষণ করে।এইরকমই উত্তরপ্রদেশের মথুরায় এক তান্ত্রিক এক বিবাহিত মহিলাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে, শনিবার নওঝিল এলাকায় ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩৫ বছর বয়সি ওই মহিলা বিয়ের আট বছর পরও নিঃসন্তান ছিলেন।এই অবস্থায় তিনি ৪৫ বছর বয়সি এক তান্ত্রিক মুস্তাক আলি-র কাছে যান।ওই তান্ত্রিকের দাবি ছিল বিশেষ আচার-অনুষ্ঠানের মাধ্যমে তিনি সন্তান লাভে সাহায্য করতে পারবেন। কিন্তু সাহায্য করার নামে তান্ত্রিক উল্টে মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ।
মথুরার গ্রামীণ পুলিশ সুপার সুরেশ চন্দ্র রাওয়াত জানিয়েছেন, ঘটনার পর অভিযুক্ত পলাতক। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ৬৩ (ধর্ষণ) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
