এশিয়া কাপ শুরু হতে এখনও বেশ কিছুদিন দেরি। সংযুক্ত আরব আমিরশাহীতে প্রতিযোগিতাটি শুরু হচ্ছে আগামী ৯ সেপ্টেম্বর। এরপর ১৪ তারিখ মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। দুবাইয়ে হতে চলা সেই হাইভোল্টেজ ম্যাচের সপ্তাহ তিনেক আগেই ওয়াঘার ওপার থেকে ধেয়ে এল গোলা। পাকিস্তানের ডানহাতি জোরে বোলার হারিস রউফ দাবি করলেন, আসন্ন ৮ দলীয় এশিয়া কাপে দু’বারই টিম ইন্ডিয়াকে নাস্তানাবুদ করবে তাঁর দল। মুহূর্তটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
আগামী বছর যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত এবং শ্রীলঙ্কা। সেই কথা মাথায় রেখে এ বারের এশিয়া কাপ হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। এ দিকে এই প্রতিযোগিতার প্রাথমিক পর্বে একই গ্রুপে রাখা হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে। এরপর সুপার ফোরে এবং ফাইনালেও মুখোমুখি হতে পারে ভারত এবং পাকিস্তান। সব মিলিয়ে আসন্ন এশিয়া কাপে মোট ৩ বার একে অপরের বিরুদ্ধে খেলতে পারে দুই দল। তবে পাক পেসার এখনই ভাবছেন না ফাইনাল নিয়ে। তিনি বরং গ্রুপ পর্ব এবং সুপার ফোরে হারানোর হুমকি দিয়েছেন ভারতকে।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার সময় থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে বাকি দলগুলির ওপর কার্যত ছড়ি ঘোরাচ্ছে টিম ইন্ডিয়া। আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষেও সূর্য কুমার যাদবের দলই। অন্যদিকে পাকিস্তান রয়েছে তালিকার অষ্টম স্থানে। এরপরেও ভারতকে দু’বার হারানোর হুমকি দিতে দেখা গেল রউফকে। যাঁকে ক্রিকেটপ্রেমীরা মনে রেখেছেন গত ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির কাছে পর পর দু’বলে দুটি অবিস্মরণীয় ছক্কা খাওয়ার জন্য।
মেলবোর্নে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হারতে বসেছিল টিম ইন্ডিয়া। এ সময় ১৯তম ওভারে হারিস রউফের শেষ দুটি বলে দুটি অকল্পনীয় ছক্কা হাঁকিয়ে ম্যাচের রং পাল্টে দেন কোহলি। সেই ম্যাচে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া বাবর আজম বাদ পড়লেও রউফ ঠাঁই পেয়েছেন আসন্ন এশিয়া কাপের দলে। এরপরই ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে চিরপ্রতিদ্বন্দ্বীদের হুমকি দিতে দেখা গেল তাঁকে।
ভিডিয়োটিতে অনুশীলন চলাকালীন একটি প্রশ্ন রাখতে দেখা গিয়েছে পাক পেসারের উদ্দেশে। কেউ একজন তাঁকে প্রশ্ন করেন, “ভারতের বিরুদ্ধে তো দুটি ম্যাচ রয়েছে। কী হবে মনে হচ্ছে?” জবাবে তোয়ালে দিয়ে মুখের ঘাম মুছতে মুছতে হারিস নির্দ্বিধায় বলেন, “ইনশাল্লাহ! দুটো ম্যাচই জিতব।” হাসিরের এ হেন ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য স্বভাবতই ভাল চোখে দেখছেন না ভারতীয় সমর্থকরা। পাক পেসারকে তাঁরা উল্টে মনে করিয়ে দিচ্ছেন মেলবোর্নে কোহলির দুই ঐতিহাসিক ছক্কার কথা। এ বারে কোহলি না থাকলেও গিল-সূর্য কুমার যাদবরাও যে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে পারেন সেই ইঙ্গিতই দিয়ে রাখলেন ভারতীয় নেটিজেনরা।