ফের এক মহিলাকে নৃশংসভাবে হত্যার ঘটনা। কর্ণাটকের মাইসুরু জেলায় মাত্র ২০ বছরের এক বিবাহিতা নারীকে নির্মমভাবে খুন করেছে তার প্রেমিক। পুলিশ জানায়, ওই যুবক তরুণীর মুখে বিস্ফোরক ঢুকিয়ে বিস্ফোরণ ঘটায়।
ঘটনাস্থল থেকে প্রাপ্ত এক ভিডিয়োতে দেখা গেছে, মৃতদেহটি খাটে পড়ে আছে এবং মুখের নীচের অংশ সম্পূর্ণ উড়ে গেছে। চারদিকে রক্তের দাগও ছড়িয়ে ছিল।
মৃতা তরুণী হুনসুর তালুকের গেরাসানাহাল্লি গ্রামের বাসিন্দা। ঘটনাস্থল ছিল ভেরিয়া গ্রামের এক লজ, যেখানে তিনি তার প্রেমিক সিদ্ধারাজুর সঙ্গে উঠেছিলেন। তরুণী কেরলের এক দিনমজুরের স্ত্রী, তবে দীর্ঘদিন ধরে নিজের আত্মীয় সিদ্ধারাজুর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, লজে থাকার সময় দুজনের মধ্যে তীব্র ঝগড়া হয়। এরপর সিদ্ধারাজু তরুণীর মুখে খনিজ বিস্ফোরণে ব্যবহৃত জিলেটিন স্টিক ফাটানোর ডিভাইস দিয়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই ভয়ঙ্কর বিস্ফোরণে মৃত্যু হয় ওই তরুণীর।
ঘটনার পর অভিযুক্ত যুবক দাবি করে, মোবাইল ফোন বিস্ফোরণের কারণে তরুণীর মৃত্যু হয়েছে। কিন্তু পালানোর চেষ্টা করার সময় স্থানীয়রা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।
পরে মৃতদেহ শনাক্ত করা হয় এবং সালিগ্রামা থানার পুলিশ সিদ্ধারাজুকে গ্রেফতার করে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।