নয়ডায় পণসংক্রান্ত মৃত্যুর অভিযোগে আলোচিত নিক্কি ভাটি কাণ্ডে উঠে এসেছে নতুন তথ্য। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, নিক্কির স্বামী বিপিন ভাটি ঘটনাস্থল অর্থাৎ সিরসা গ্রামের বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিলেন তার মৃত্যুর সময়। এই ভিডিয়ো প্রকাশের পর পুলিশ আবারও সময়রেখা খতিয়ে দেখার উদ্যোগ নিতে পারে বলে মনে করা হচ্ছে।
সিসিটিভির টাইমস্ট্যাম্পে বিপিনকে বাড়ির পাশের মুদির দোকানের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বিকেল ৫টা ৪২ মিনিটে। এরপর ৫টা ৪৭ মিনিট নাগাদ বাড়ির ভেতরে হট্টগোল শুরু হয় এবং নীল চেক শার্ট পরা বিপিনকে দৌড়ে বাড়ির ভেতরে ঢুকতে দেখা যায়।
বিপিনের এক খুড়তুতো ভাই দেবেন্দ্র দাবি করেছেন, নিক্কি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছিলেন। তাঁর কথায়, “বিপিন চিৎকার করে বলছিল নিক্কিকে দ্রুত হাসপাতালে নিতে হবে। সবাই তখন বলছিল আগুনে নিক্কি পুড়ে গেছে। আমরা মিলে তাঁকে হাসপাতালে নিয়ে যাই। নিক্কি তখন বলছিল ঘরে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে এবং বারবার জল চাইছিল।”
অন্যদিকে নিক্কির দিদি কাঞ্চন ও তাঁর বাবা-মা অভিযোগ তুলেছেন, পণের চাহিদা পূরণ না হওয়ায় বিপিনই তাঁকে আগুনে ঝলসে দেন। এর আগে কাঞ্চন নিজেই একটি ভিডিয়ো রেকর্ড করেছিলেন, যেখানে বিপিন ও তাঁর মাকে নিক্কিকে মারধর করতে দেখা যায়। আরও একটি ভয়ঙ্কর ক্লিপে দেখা গেছে, আগুনে জ্বলতে থাকা নিক্কি সিঁড়ি বেয়ে নামছেন।
নিক্কি ও কাঞ্চন যৌথভাবে একটি বিউটি পার্লার চালাতেন। সূত্রের খবর, ইনস্টাগ্রামে তাঁদের মেকওভার সংক্রান্ত রিল নিয়েও দম্পতির মধ্যে বিরোধ তৈরি হয়েছিল।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের সময়রেখা নতুন করে পরীক্ষা করা হবে। তদন্তকারীরা মনে করছেন, নতুন সিসিটিভি ফুটেজ মামলাটিকে নতুন মোড় দিতে পারে।