২০ ডিসেম্বর মুক্তি পেল ‘খাদান’, যা বাংলা সিনেমা প্রেমীদের মধ্যে রীতিমতো সাড়া ফেলেছে। ছবিটি সম্পর্কে দেব আগেই জানিয়েছিলেন, এটি একটি আদ্যোপান্ত মাস ফিল্ম হতে চলেছে, এবং মুক্তির পরেই ছবিটি সেটি প্রমাণ করেছে। যদিও ছবির মুক্তির আগে হল পেতে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, তবে মুক্তির দিনেই বক্স অফিসে নজরকাড়া সাফল্য অর্জন করেছে ছবিটি।
প্রথম দিনেই ১০০টি শো হাউজফুল হয়ে যাওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় জানান দেব। ২০ ডিসেম্বর সন্ধ্যায় দেব তাঁর পোস্টে লেখেন, “এটা রেকর্ড ব্রেকিং, মুক্তির দিনেই খাদানের ১০০টির বেশি শো হাউজফুল। ধন্যবাদ এই দুর্দান্ত সাড়া দেওয়ার জন্য।”
দেবের এই পোস্টে তার অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন। একজন লেখেন, “অনেক অনেক ভালোবাসা রইল”, আরেকজন লেখেন, “সত্যিই অনেক দিন পর বাংলা মুভি দেখলাম, জিও দেব!” আবার কেউ লিখেছেন, “অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা দাদাভাই।”
‘খাদান’ ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন দেব এবং যিশু, অন্যদের মধ্যে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী, বরখা বিস্ত, ইধিকা পাল, স্নেহা বসু, জন ভট্টাচার্য প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন সুজিত সরকার রিনো এবং সঙ্গীত পরিচালনা করেছেন নীলায়ন চট্টোপাধ্যায়। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস প্রযোজনা করেছে ছবিটি। ছবিটির রানটাইম ২ ঘণ্টা ১৭ মিনিট ১১ সেকেন্ড, এবং সেন্সর বোর্ড থেকে ছবিটি পেয়েছে UA সার্টিফিকেট।
মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে সাফল্য অর্জন করা ‘খাদান’ সবার মনে দাগ কাটছে, বিশেষ করে বাংলার সিনেমাপ্রেমীদের কাছে এটি নতুন আশা নিয়ে এসেছে।
