রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম আইপিএল জয়ের সাফল্যে লেগেছে রক্তের ছিটে। চিন্নাস্বামী স্টেডিয়ামে দলটির বিজয়োৎসব কার্যত পরিণত হয়েছিল মৃত্যু মিছিলে। অনুষ্ঠানটিতে অত্যাধিক মানুষের ভিড়ে এতটাই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় যে পদপিষ্ট হয়ে প্রাণ হারান মোট ১১ জন। এছাড়া আহত ৫০ -এরও বেশি। ঘটনার প্রায় ৩ মাস পর অবশেষে মুখ খুলল বিরাট কোহলিদের ফ্র্যাঞ্চাইজি।
দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার পর গত ৩ জুন পাঞ্জাব কিংসকে ফাইনালে হারিয়ে নিজেদের প্রথম আইপিএল খেতাব জিতেছিল আরসিবি। এরপরের দিন অর্থাৎ ৪ জুন প্রিয় নায়কদের একবার চোখের দেখা দেখতে সমর্থকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজিত হওয়া বিজয়োৎসবে। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে গিয়েছিল যে ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তাকর্মী বা প্রশাসনের কিছুই করার ছিল না। ফলে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। যার জেরে গোটা বিশ্বে বয়ে গিয়েছে নিন্দার ঝড়।
তবে এরপরও চুপ ছিল আরসিবি কর্তৃপক্ষ। অবশেষে বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে নীরবতা ভাঙল তারা। ফ্র্যাঞ্চাইজির তরফে সমর্থকদের উদ্দেশ্যে লেখা হয়েছে, “প্রিয় দ্বাদশ সেনা বাহিনী, তোমাদের উদ্দেশ্যে আমাদের এই আন্তরিক চিঠি! আমরা এখানে শেষ পোস্ট করার পর প্রায় ৩ মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে। এই নীরবতার মানে কিন্তু এমন নয় যে আমরা অনুপস্থিতি ছিলাম। এটা ছিল শোক জ্ঞাপন।” ব্যখ্যা দেওয়া হয়, ” ৪ জুন তারিখটা সবকিছু বদলে দিল। সেই দিনটি আমাদের হৃদয় ভেঙে দিয়েছে। আর তার পর থেকেই নীরবতা আমাদের জন্য নিজেদের অবস্থান স্পষ্ট করার উপায় হয়ে উঠেছে। সেই নীরবতার মধ্যে আমরা শোক করছি। শুনছি, শিখছি। এবং ধীরে ধীরে, আমরা কেবল একটি প্রতিক্রিয়ার চেয়েও বেশি কিছু তৈরি করতে শুরু করেছি। এমন কিছু যা আমরা সত্যিই বিশ্বাস করি।”
ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের তরফে আরও লেখা হয়েছে, “আজ কিন্তু ধুমধাম সহকারে আমরা ফিরে আসিনি এখানে। বরং ফিরে এসেছি যত্ন সহকারে। আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। একসঙ্গে এগিয়ে যাওয়ার জন্য। কর্ণাটকের গর্ব হওয়ার জন্য। আমরা আরসিবি কেয়ার্স, সর্বদা থাকব।”
এর আগে পদপিষ্ট হওয়ার ঘটনায় নিহত ১১ জনের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আরসিবি শিবিরের তরফে। যদিও চিন্নাস্বামী স্টেডিয়ামের যা ক্ষতি হওয়ার হয়েই গিয়েছে। ভয়ঙ্কর ঘটনাটির জেরে সেমিফাইনালে এবং ফাইনালসহ আসন্ন মহিলাদের বিশ্বকাপের মোট ৫ টি ম্যাচ এই মাঠ থেকে সরিয়ে নিয়েছে আইসিসি।