আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। শুক্রবার মুক্তি পেতে চলেছে জাহ্নবী কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ছবি ‘পরম সুন্দরী’। মুক্তির আগে ছবির সাফল্য কামনায় বিভিন্ন মন্দিরে পুজো দিলেন টিম পরম সুন্দরী। বৃহস্পতিবার জাহ্নবী ও সিদ্ধার্থ মুম্বইয়ের বিখ্যাত লালবাগচা রাজা মন্দিরে পুজো দিলেন। ছবির সাফল্য কামনাতেই পুজো দেওয়া একথা জানিয়েছেন পরম সুন্দরী ছবির প্রধান অভিনেত্রী জাহ্নবী। এদিন জাহ্নবী লাল শাড়ি পরে মন্দিরে আসেন। সিদ্ধার্থর পরনে ছিল কুর্তা।
মুক্তির আগেই এই ছবি নিয়ে কিছুটা বিতর্ক দেখা দেয় অনেকেই বলেন, শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত চেন্নাই এক্সপ্রেসের ছায়া রয়েছে এই ছবিতে। তবে তাঁর এই ছবির সঙ্গে চেন্নাই এক্সপ্রেসের কোনও মিল আছে এ কথা মানতে নারাজ জাহ্নবী।
অভিনেত্রীর দাবি, এই ছবিতে একজন দিল্লিবাসী এবং একজন কেরলবাসীকে নিয়ে গল্প এগিয়েছে। এই ছবিতে সহ অভিনেতাদের মধ্যে রয়েছেন রাজীব খান্ডেলওয়াল, আকাশ দাহিয়া।
এর আগে ছবির সাফল্য কামনায় মুম্বইয়ের শিরডি সাঁইবাবার মন্দিরে পুজো দিয়েছেন জাহ্নবী ও সিদ্ধার্থ। ইতিমধ্যেই তাঁদের পুজো দেওয়ার ভিডিয়ো ভাইরাল। এর আগে এই জাহ্নবী ও সিদ্ধার্থ পুজো দিয়েছেন তিরুমালা মন্দিরে। এমনকি অংশ নিয়েছেন জন্মাষ্টমীর দহি হান্ডি অনুষ্ঠানেও।
দিল্লির ব্যস্ত রাস্তায় স্ট্রিট ফুড খেয়ে ভক্তদের মধ্যে ছবির প্রচার চালিয়েছেন।
ছবির ট্রেলারে প্রকাশ্যে আসার পরেই চলচ্চিত্র প্রেমীদের মধ্যে পরম সুন্দরী ছবি নিয়ে যথেষ্ট উৎসাহ তৈরি হয়েছে। এই ছবিতে জাহ্নবীর মোহিনীঅট্টম নাচ দর্শকদের যথেষ্টই প্রশংসা কুড়িয়েছে। ট্রেলার দেখার পর দর্শকরা মনে করছেন, এই ছবি পুরনো দিনের বলিউডি ছবির আমেজ ফিরিয়ে আনতে পারে।
শুক্রবার অর্থাৎ ২৯ আগস্ট ছবি মুক্তি পেতে চলেছে পরম সুন্দরী। এখন মুক্তির অপেক্ষায় প্রহর গুনছেন চলচ্চিত্রপ্রেমীরা।