আগে সরকার বেছে নিত মানুষ, এখন সরকারই যেন তার ভোটারদের বেছে নিচ্ছে। সংবিধান সংশোধনী বিল ঘিরে বিতর্কের আবহে নির্বাচন কমিশন এবং কেন্দ্রকে খোঁচা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মেয়ো রোডে দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর মঞ্চ থেকে বিরোধী রাজনৈতিক দলগুলির উদ্দেশেও কড়া আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
ছব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর শেষ সমাবেশ। স্বভাবতই গত একুশে জুলাইয়ের মতো বৃহস্পতিবারও সমাবেশ মঞ্চ থেকে দলের শীর্ষ নেতৃত্ব কী বার্তা দেয় তা ঘিরে অপেক্ষায় ছিল শাসক দলের সব শাখা সংগঠন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হুঁশিয়ারি, ”বাংলার একজন ভোটারের নামও যদি বাদ দেয়, তবে ১০ লক্ষ মানুষকে সঙ্গে নিয়ে দিল্লি অভিমুখে যাত্রা করবে তৃণমূল”।
বৃহস্পতিবারের সভামঞ্চ থেকে লোকসভার তৃণমূল দলনেতা বলেন, ‘‘যারা বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তাদের ২০২৬-এ আমরা এক ইঞ্চি জমিও ছাড়ব না। আগামী বছর ২৮ অগস্ট আরও বড় সমাবেশ হবে।’’ বাংলার প্রধান বিরোধী দল বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, ’’যদি সত্যিই শক্তি থাকে, তবে আগামী নির্বাচনে ৫০ আসন পার করে দেখাক।’’ অভিষেকের দাবি, ২০২৬ সালের ভোটে দল গতবারের থেকে বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবে।
সমাবেশ মঞ্চের বক্তৃতায়, বাংলা ভাষার অপমান ও পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রসঙ্গও টেনেছেন অভিষেক। তুলোধনা করেছেন কেন্দ্র ও বিজেপি শাসিত রাজ্য সরকারগুলিকে। একই সঙ্গে ওবিসি মামলা ঘিরে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলিরও কড়া সমালোচনা করেছেন। দাবি করেছেন. বিচারব্যবস্থা, কেন্দ্রীয় বাহিনী, সিবিআই ও নির্বাচন কমিশন সব একজোট হয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে। তাঁর পাল্টা দাবি, বাংলার ১০ কোটি মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছেন। এই জনতাই দলের চালিকাশক্তি।