সম্প্রতি রাজনৈতিক বিষয় নিয়ে দেশে একাধিক ছবি তৈরি হয়েছে। কিন্তু সেগুলি বেশ দায়িত্ব ও যত্ন সহকারে তৈরি না হওয়ায় সমাজের উপর ভয়ঙ্কর নেতিবাচক প্রভাব ফেলছে। এমনটাই জানালেন অভিনেতা জন আব্রাহাম। সম্প্রতি পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবি, দ্য বেঙ্গল ফাইলস নিয়ে বাংলাজুড়ে বিতর্ক চলছে। অনেকেই মনে করছেন, জন তাঁর এই মন্তব্যে কার্যত বিবেককে বিঁধেছেন।
বেশ কয়েকটি দেশাত্মবোধক ছবিতে অভিনয় করেছেন জন। যার মধ্যে রয়েছে, পরমাণু, মাদ্রাজ কাফের মত ছবি।
সম্প্রতি দ্য ডিপ্লোম্যাট, মুক্তি পেয়েছে। জন মনে করেন, তিনি যে সমস্ত দেশাত্মবোধক ছবিতে অভিনয় করেছেন সেগুলি রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও অত্যন্ত দায়িত্ব নিয়েই ছবিগুলি তৈরি হয়েছে।
জন স্পষ্ট জানিয়েছেন, দেশাত্মবোধক ছবি মানেই সেখানে চিৎকার করে দেশপ্রেমের কথা বোঝাতে হয় না। বরং দায়িত্বশীলতার সঙ্গেই দেশাত্মবোধকে তুলে ধরতে হয়। এ প্রসঙ্গে নিজের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ডিপ্লোম্যাটের কথা উল্লেখ করেন। তিনি বলেন, এই ছবি রাজনৈতিক এবং দেশাত্মবোধক হলেও তা কখনওই একপেশে নয়। ছবিতে ইতিহাসের কোনওরকম বিকৃতি হয়নি। ছবিতে দেশপ্রেম থাকলেও কোথাও সেটা উগ্র রূপ নেয়নি। দেশপ্রেম প্রকাশ করার জন্য কখনও কাউকে বুক চাপড়াতে হয় না। বরং নীরবেই দেশপ্রেমের কথা তুলে ধরা যায়।
উল্লেখ্য, জন এর আগেও জানিয়েছিলেন তিনি কখনওই কাশ্মীর ফাইলস বা ছাওয়া-র মতো ছবিতে অভিনয় করবেন না। জনের ওই বক্তব্যের প্রেক্ষিতে বিবেক পাল্টা খোঁচা দিয়ে বলেছিলেন, উনি তো শুধু মোটরবাইক চালানোর জন্য আর প্রোটিন খেয়ে পেশি দেখানোর জন্যই জনপ্রিয়। ওই সব বিষয়েই মন দিক অভিনেতা। তাতে ওঁর ভালো হবে। অভিনয়টা না করলেই হল।
