সংরক্ষণের প্রশ্নে ডিগবাজি খেলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। এক অনুষ্ঠানে ভাগবত সংরক্ষণ ব্যবস্থাকে সমর্থন করে বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে প্রয়োজন অনুযায়ী সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। মাথায় রাখতে হবে এটা সংবিধান প্রদত্ত অধিকার।
বৃহস্পতিবার এক অনুষ্ঠানে ভাগবত বলেন, জাতপাত ভিত্তিক সংরক্ষণ অত্যন্ত সংবেদনশীল এবং স্পর্শকাতার বিষয়। যারা সমাজের নীচের শ্রেণিতে রয়েছেন তাঁদের অবশ্যই উপরে তুলে আনতে হবে। আর যাঁরা উপরে আছেন এই কাজে তাঁদেরই এগিয়ে আসতে হবে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বরাবরই সংবিধান ভুক্ত সংরক্ষণে চালু রাখার দাবি জানিয়ে আসছে। মনে রাখতে হবে, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সংরক্ষণ অবশ্যই প্রয়োজন আছে। কারণ জাতি না এগোলে একটা দেশ কখনই এগোতে পারে না। আমাদের মনে রাখা উচিত, স্বাধীনতার পর থেকেই দেশের বিভিন্ন স্তরে সংরক্ষণ রয়েছে এবং সেটা সংবিধান স্বীকৃত। রাজনৈতিক মহল মনে করছে, সংরক্ষণ নিয়ে সঙ্ঘ তাদের স্পষ্ট মতামত জানিয়ে বিজেপিকেও একটা বার্তা দিল। চলতি বছরে বিহার বিধানসভা নির্বাচন। তারপরে অর্থাৎ ২০২৬-এর শুরুতেই বাংলা, তামিলনাড়ু, কেরলের মতো একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। সেই নির্বাচনে বিজেপি যাতে সংরক্ষণের পক্ষেই প্রচার চালায় তার সুরই বেঁধে দিলেন ভাগবত।
ওই অনুষ্ঠানে ভাগবত আরও বলেন, ভারতবর্ষের মতো এক বিশাল দেশে বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ বাস করেন। তাঁরা সকলেই একসঙ্গে থাকেন। তাই আমাদের সকলকেই ভারতীয় মনে করতে হবে। রাজনৈতিক মহল মনে করছে ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে সংরক্ষণ তুলে দেওয়ার দাবিতে জোরদার সওয়াল করেছিল সঙ্ঘ পরিবার। তার ফলেই লোকসভায় বিজেপির আসনে ধস নামে। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এবার উল্টো সুর শোনা গেল ভাগবতের গলায়।