উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপ ক্রমশই সরে যাচ্ছে বঙ্গ থেকে। দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির ব্যাপকতা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। শনি এবং রবিবার দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও নদিয়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। থাকবে হাওয়ার দাপট। একই সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তিও বজায় থাকবে। অন্যদিকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হবে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে রবিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ।
বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে কয়েকদিন ধরেই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি জারি রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। সকাল থেকে জেলার উপকূলবর্তী এলাকাগুলোতে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। কখনও আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা, তো কখনও আবার দেখা মিলছে চড়া রোদের। রবিবার পর্যন্ত আবহাওয়ার এই খামখেয়ালিপনা চলবে বলে মনে করছেন আবহবিদরা। তবে রবিবারের পর থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। আলিপুর আবহাওয়া দফতর বলছে বাংলার বঙ্গোপসাগর থেকে ক্রমশই নিম্নচাপ সরে যাচ্ছে। তবে নিম্নচাপ সরলেও এখনই পুরোপুরি বৃষ্টির হাত থেকে রেহাই নেই। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে। সোমবার থেকে বৃষ্টির ব্যাপকতা কমবে। অন্যদিকে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প মিশে থাকার কারণে বজায় থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি।
