এই প্রথম ভারতে অনুষ্ঠান করতে আসছে আমেরিকার বিখ্যাত রক ব্যান্ড লিংকিন পার্ক। এই মার্কিন রক ব্যান্ড প্রথমবার ললাপালুজা ইন্ডিয়া ২০২৬ উৎসবের মঞ্চে সঙ্গীত পরিবেশন করবে। ২০২৬ সালের ২৫ জানুয়ারি মুম্বইয়ের মহালক্ষী রেসকোর্সে এই অনুষ্ঠান হবে। একটি নিউজলেটারে ভক্তদের উদ্দেশ্যে ব্যান্ডের পক্ষ থেকে একটি পোস্টার শেয়ার করে এই অনুষ্ঠানের কথা জানানো হয়েছে। সেখানে আরও বলা হয়েছে, খুব শীঘ্রই উৎসবের টিকিট বিক্রি শুরু হবে।
লিংকিন পার্কের সহকারী প্রতিষ্ঠাতা মাইক শিনোডা জানিয়েছেন, ভারতে তাঁরা দীর্ঘদিন ধরেই অনুষ্ঠান করার কথা ভাবছিলেন। কারণ ভারতের রয়েছে অত্যন্ত মনোগ্রাহী ও সঙ্গীতপ্রেমী শ্রোতা। ভারতে তাঁদের বহু ভক্ত রয়েছে। তাঁরা অত্যন্ত আবেগী। তাই ভারতে অনুষ্ঠান করার জন্য তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
আর কয়েকটা মাসের অপেক্ষা। ইতিমধ্যেই তাঁরা ভারতে অনুষ্ঠানের জন্য দিন গোনা শুরু করেছেন।
উল্লেখ্য, লিংকিন পার্কের অন্যতম ভোকাল চেস্টার বেনিংটনের মৃত্যুর পর তাদের বাজার অনেকটাই পড়ে গিয়েছিল। অবশেষে দীর্ঘ বিরতি আর শূন্যতা কাটিয়ে বছরখানেক হল ফের অনুষ্ঠানের মঞ্চে ফিরেছে লিংকিন পার্ক। যা গোটা বিশ্বজুড়ে রক প্রেমীদের মনে নতুন উদ্দীপনা তৈরি করেছে।
তবে লিংকিন পার্কের এই অনুষ্ঠানে নিয়ে এখনও ললাপালুজা ইন্ডিয়ার তরফে কিছুই জানানো হয়নি। স্বাভাবিকভাবেই যা রক প্রেমীদের মনে কৌতূহল ও উৎসাহ আরও বাড়িয়ে তুলেছে।
Leave a comment
Leave a comment