প্রযোজক-পরিচালক অনুরাগ কাশ্যপের ফিল্ম ‘নিশানচি'(Nishaanchi) মুক্তি পাচ্ছে আগামী ১৯ সেপ্টেম্বর। বিনীত কুমার সিং এবং নবাগত ঐশ্বর্য ঠাকরের জুটি বক্স অফিস কেমন মাতাবে তারই প্রতীক্ষায় ফিল্মের সঙ্গে জড়িত গোটা টিম। মুক্তি পেতে চলা ‘নিশানচি’কে ঘিরে স্মৃতিচারণও করেছেন স্বয়ং ফিল্মমেকার। গালাত্তা প্লাসের সঙ্গে এক সাম্প্রতিক সাক্ষাৎকারে বলেছেন, প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে নিয়েই ‘নিশানচি’ তৈরি পরিকল্পনা করেছিলেন শুরুতে।
বলিউডের খ্যাতনামা প্রযোজক-পারিচালকের দাবি ২০১৬ সালে সুশান্তের সঙ্গে এই নিয়েই ছবিটি (নিশানচি) তৈরির কথা ঘোষিত হয়েছিল। তিনি বলেন, “এই ছবিটি আমি এক পর্যায়ে সুশান্তকে রেখেই তৈরি করতে চেয়েছিলাম। কিন্তু ধর্মা প্রোডাকশনসের সঙ্গে সুশান্ত দুটি বড় ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর, আমাদের সঙ্গে যোগাযোগ রাখা বন্ধ করে দেন।”
গালাত্তা প্লাস কে অনুরাগ বলেছেন, ‘দিল বেচারা’ এবং ‘ড্রাইভ’, দুটি ছবিই ধর্মা প্রোডাকশনসের হয়ে করেছিলেন সুশান্ত। স্বভাবতই আমার ছবিটি পিছিয়ে পড়েছিল, তারপরও আমি অপেক্ষায় ছিলাম। কিন্তু তিনি(সুশান্ত) আমাদের সঙ্গে কোনও যোগাযোগই করেননি। তাই আমি তাঁকে ছাড়াই ফিল্মটি তৈরির কাজ এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করি।
তাঁর ‘হাসি তো ফাসি’ সিনেমা থেকে সুশান্তের সরে যাওয়ার বিষয়েও কথা বলেছেন অনুরাগ কাশ্যপ। তিনি দাবি করেন, যশ রাজ ফিল্মস (ওয়াইআরএফ) এবং ধর্মা প্রোডাকশনের কাছ থেকে অফার পাওয়ার পর সুশান্ত এই সিনেমা ছেড়েছিলেন। সুশান্ত তখন ওয়াইআরএফ -এর সঙ্গে চুক্তিবদ্ধ । যার জন্যে ‘শুদ্ধ দেশি রোমান্স’ কে বেছে নিয়েছেন আর ‘হাসি তো ফাসি’ সিনেমাটি বাদ দিয়েছেন। সুশান্তের এমন পদক্ষেপ নিয়ে তিনি কিন্তু কোনও প্রশ্ন তোলেননি। কারণ চুক্তির কারণে সুশান্তের কাছে সেটাই একমাত্র পথ। ফলে তাঁর ক্ষোভ কিংবা আপত্তির কোনও জায়গাও ছিল না।
গালাত্তা প্লাসের কাছে কাশ্যপের দাবি, অনেক অভিনেতা বছরের পর বছর ধরে নিশানচির প্রতি আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু সুশান্ত ছাড়া আর কেউই সঠিক বলে মনে করেননি। তিনি জানান, ২০১৬ সালে ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমাটি মুক্তির আগেও সুশান্তের সঙ্গে চিত্রনাট্য নিয়ে যোগাযোগ করেছিলেন। কিন্তু এমএস ধোনির সাফল্যে সুশান্ত তাঁর সঙ্গে আর যোগাযোগ করেননি।
প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বলিউডে আত্মপ্রকাশ ২০১৩ সালে। ‘কাই পো চে!’ ফিল্মের মাধ্যমে। ‘শুদ্ধ দেশি রোমান্স’, ‘পিকে’, ‘কেদারনাথ’ এবং ‘ছিছোরে’ ফিল্মে তাঁর অভিনয় নজর কেড়েছে সিনে মহলে। ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-তে মহেন্দ্র সিং ধোনির ভূমিকায় দুরন্ত অভিনয় করেছেন। যার জন্যে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারে সম্মানিত হয়েছেন।