পিছিয়ে গেল আসন্ন এশিয়া কাপে ম্যাচগুলির সময়সূচি। এ বারের এশিয়া কাপ আয়োজিত হতে চলেছে মরুভূমির দেশ সংযুক্ত আরব আমিরশাহীতে। সেখানে তীব্র গরমের কারণে একটি বাদে সবকটি ম্যাচের সময়ই পিছিয়ে দেওয়া হল। প্রতিযোগিতায় মোট ১৯ টি ম্যাচ হওয়ার কথা। তার মধ্যে ১৮ টি ম্যাচের সময় আধঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে।
মরুদেশে দিনের বেলা তীব্র দাবদাহ সব সময়ই একটা বড় চ্যালেঞ্জ ক্রিকেটারদের জন্য। সেই তাপপ্রবাহ থেকে বাঁচতেই আগামী ১৫ সেপ্টেম্বর আয়োজক সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমানের মধ্যেকার ম্যাচটি বাদ দিয়ে বাকি সমস্ত ম্যাচ আধঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে। আগের সূচি অনুযায়ী এই ম্যাচগুলি ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও এখন সময় পরিবর্তন করে রাত ৮ টা করা হয়েছে।
অর্থাৎ স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে শুরু হবে এই খেলাগুলি। আগামী ১৪ সেপ্টেম্বর ভারত-পাক মহারণও শুরু হবে এই সময়েই। অন্যদিকে কেবল আবুধাবিতে সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমানের মধ্যেকার খেলাটি স্থানীয় সময় বিকেল ৪ টে থেকে শুরু হবে। অর্থাৎ ভারতে এই ম্যাচ দেখা যাবে বিকেল সাড়ে পাঁচটা থেকে।
দিনের বেলা দুবাই বা দেশের অন্যান্য স্থানের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এই কারণেই এশিয়া কাপ শুরুর ১০ দিন আগে পরিবর্তিত হল ম্যাচের সময়। উল্লেখ্য, প্রতিযোগিতায় গ্রুপ এ-তে রয়েছে ভারত এবং পাকিস্তান। এ ছাড়াও এই গ্রুপে রয়েছে আয়োজক সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমান। এই প্রাথমিক গ্রুপ পর্বের সুপার ফোর এবং ফাইনালেও মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান।