স্বামী অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ অভিনেত্রী কিয়ারা আডবাণীর। সিদ্ধার্থ মালহোত্রার নতুন ছবি ‘পরম সুন্দরী নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিয়ারা একটি পোস্ট শেয়ার করে লিখেছেন,“একটা ফিল-গুড রোমান্টিক কমেডি, যা আপনাকে দারুন একটা হাসি উপহার দেবে! সিদ্ধার্থ, তুমি পরম চরিত্রে সত্যিই জাদু দেখিয়েছ, প্রতিটা মুহূর্তে, প্রতিটা ফ্রেমে তুমি দুর্দান্ত। একেবারে স্বচ্ছন্দ, আকর্ষণীয় আর নিখুঁত অভিনয়। তোমার কমিক টাইমিং ছবিটাকে আরও স্মরণীয় করেছে।”
কিয়ারা শুধু সিদ্ধার্থকেই নয়, ছবির নায়িকা জাহ্নবী কাপুরকেও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তিনি লিখেছেন, “@janhvikapoor সুন্দরী একেবারে কিউটি, তোমার অভিনয় সত্যিই মন ছুঁয়ে গেছে। তুমি ছবিতে দুর্দান্ত লাগছিলে।”এছাড়া সিনেমাটোগ্রাফার সন্তোষ স্যামের কাজ নিয়েও কিয়ারা লিখেছেন, “প্রতিটি ফ্রেম ছিল চোখের জন্য প্রশান্তি, দারুণ ভিজ্যুয়াল ট্রিট।”
ছবির পরিচালক তুষার জলোটাকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, “এই ছবিটিকে একসঙ্গে সুন্দরভাবে গড়ে তোলার জন্য অভিনন্দন।” কিয়ারা পুরো টিমকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, এই ছবি সত্যিই একটি রত্ন।
অন্যদিকে, ফিল্মফেয়ারের সমালোচক ছবিটিকে থ্রি স্টার দিয়েছেন। তার মতে, “‘পরম সুন্দরী’ মনে করিয়ে দেয় সেই সময়কে, যখন রোমান্স ছিল বলিউডের হৃদস্পন্দন। আজ সেই ধারার দুর্বলতা স্পষ্ট। সিনেমাটি রোমান্টিক ঘরানার প্রচলিত ধাঁচকে হালকাভাবে ব্যঙ্গ করে, তবে পরিচালক তুষার জলোটার উদ্দেশ্য সেটি নয় বলেই মনে হয়।”
তবে ছবির ট্রেলার প্রকাশের পর কেরালার কিছু দর্শক তীব্র প্রতিক্রিয়া জানান। তাদের অভিযোগ, সিনেমায় মালয়ালি সংস্কৃতিকে পুরনো ধাঁচে দেখানো হয়েছে। সমালোচকের মন্তব্য, “আশা করা যায় পূর্ণ ছবিটি দেখে দর্শকরা আরও সহনশীল হবেন।”
এদিকে, সম্প্রতি কিয়ারার জন্মদিন উপলক্ষে কিয়ারা আডবানী ও সিদ্ধার্থ মালহোত্রাকে একসাথে দেখা গিয়েছে ট্যুরে। সোশ্যাল মিডিয়ায় তাঁদের সেই মুহূর্তের ছবিও ছড়িয়ে পড়েছে।