প্রকৃতির রুদ্ররোষে পাকিস্তান। চলতি বছর বর্ষার মরসুমে প্রথম থেকে বিপুল বৃষ্টি হয়েছে পাকিস্তান। বৃষ্টি, ভূমিধস ও বন্যায় পাকিস্তানের মৃতের সংখ্যা সাড়ে আটশো ছাড়িয়েছে। প্রবল বৃষ্টির কারণে পূর্ব পাকিস্তানের বিভিন্ন এলাকা থেকে প্রায় পাঁচ লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। এমনটাই জানিয়েছে পাকিস্তান সরকার।
উত্তর পাকিস্তানে শতাধিক মানুষ এখনও নিখোঁজ। গত শুক্রবার থেকে প্রবল বৃষ্টি ও ভূমিধসে পাক অধিকৃত কাশ্মীর-সহ সে দেশের বিভিন্ন এলাকায় ৩৬০ জনের মৃত্যু হয়েছে। পঞ্জাব প্রদেশের তিনটি গুরুত্বপূর্ণ নদী একইসঙ্গে বিপদসীমার উপর দিয়ে বইছে। পাকিস্তানের ইতিহাসে এই প্রথম তিনটি নদী একই সঙ্গে বিপদসীমার উপর দিয়ে বইছে। যার ফলে প্রায় আড়াই হাজার গ্রাম নতুন করে জলবন্দি হয়েছে। ওই সমস্ত এলাকা থেকে বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। সরানো হয়েছে বেশ কিছু গবাদি পশুকেও। জলবন্দি মানুষকে ইতিমধ্যে প্যাকেটজাত খাবার ও পানীয় জল সরবরাহ করেছে সরকার। তবে ত্রাণ নিয়ে সরকারের বিরুদ্ধে ক্রমশই ক্ষোভ চড়ছে আমজনতার।