কোনওভাবেই জলাভূমি বা জলাশয় ভরাট করা যাবে না। মুখ্যমন্ত্রী বারবার হুঁশিয়ারি দিয়েছেন। অভিযোগ, তার পরেও দিনে দুপুরে রাজ্যের যত্রতত্র চলছে জলাজমি ভরাট। এমনই একটি জলাশয় বোজানোর ঘটনা সামনে এল দক্ষিণ দমদম পুরসভার ১ নম্বর ওয়ার্ডে।
দক্ষিণ দমদম পুরসভার ১ নম্বর ওয়ার্ডের মাঠকল এলাকায় গত কয়েকদিন ধরেই একটি জলাজমি ভরাট হচ্ছিল। কিন্তু জমি মাফিয়াদের হুমকির কারণে স্থানীয় বাসিন্দারা কেউই মুখ খুলতে পারেননি। জলাশয় ভরাটের খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমদম থানার পুলিশ। পুলিসকে পাশে পেয়ে ক্ষোভ উগরে দেন এলাকার বাসিন্দারা। খবর পেয়ে সংবাদমাধ্যম ওই এলাকায় গেলে জমি মাফিয়ারা এলাকা থেকে পালিয়ে যায়। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, জমি মাফিয়ারা বেশ কয়েকদিন ধরেই লরি করে মাটি এনে একটি পুকুর ভরাট করছিল। ওই জলাশয় বুঝিয়ে একটি বহুতল নির্মাণের পরিকল্পনা ছিল বলে অভিযোগ। জলাজমি ভরাট নিয়ে মুখ খুললে তাঁদের দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। সে কারণেই তাঁরা ভয়ে মুখ খুলতে পারেননি বলে দাবি এলাকাবাসীর। তাঁদের অভিযোগ, শাসক দল তৃণমূলের নেতাদের প্রত্যক্ষ মদতেই এই কাজ চলছে। জজবাত২৪বাংলার ক্যামেরাতেও ধরা পড়েছে পুকুর বোজানোর ছবি।
দক্ষিণ দমদম পুরসভার ১ নম্বর ওয়ার্ডের পর্যবেক্ষক তথা তৃণমূল নেতা প্রবীর পালের দাবি, বিষয়টি তাঁর জানা ছিল না। তিনি স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েছেন। বিষয়টি নিয়ে তিনি পুরসভা ও থানায় অভিযোগ জানাবেন।