রাশিয়া থেকে তেল কেনা নিয়ে দিল্লির বিরুদ্ধে লাগাতার অভিযোগের তির ছুঁড়ে চলেছে আমেরিকা। এবার তেল কেনার সঙ্গে ভারতের উচ্চবর্ণের মুনাফার যোগের কথা তুলে বিতর্ককে উসকে দিয়েছেন হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। রবিবার ফক্স নিউজে এক সাক্ষাৎকারে নাভারো বলেন, “ মোদী একজন বড় নেতা। আমি বুঝি না কেন তিনি পুতিনের সঙ্গে হাত মেলাচ্ছেন, যখন তিনি বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের নেতা। ভারতীয় জনগণের প্রতি আমি শুধু এটুকু বলব—দয়া করে বুঝুন কী ঘটছে। ব্রাহ্মণরা জনগণের খরচে মুনাফা করছে।”
আর এতেই জল্পনা তৈরি হয়েছে বিভিন্ন মহলে।কংগ্রেসের পবন খেরা, শিব সেনার প্রিয়াঙ্কা চতুর্বেদীরা ট্রাম্পের উপদেষ্টার ওই মন্তব্যের প্রবল সমালোচনা করেছেন। কংগ্রেস আনুষ্ঠানিকভাবে নিন্দা জানালেও, দলীয় নেতা উদিত রাজ সমর্থন জানিয়েছেন পিটার নাভারোর যুক্তিকে।প্রাক্তন সাংসদ উদিত রাজের বক্তব্য, “সত্যিই উচ্চবর্ণের কর্পোরেট হাউসগুলো রাশিয়া থেকে সস্তায় তেল কিনছে এবং পরিশোধনের পর তা অন্য দেশে বিক্রি করছে।”
নিজের এক্স পোস্টে দলিত সম্প্রদায়ভুক্ত এই প্রাক্তন সাংসদ আরও লিখেছেন যে, নাভারোর কথার সঙ্গে আমি একমত। বেসরকারি তেল শোধনাগারের মালিকরা আসলে উচ্চবর্ণ থেকেই আসে। নিম্নবর্ণের মানুষদের সেই জায়গায় পৌঁছাতে এখনও বহু দশক, হয়তো শতাব্দী লেগে যাবে।
তাঁর মতে ভারতীয় সাধারণ মানুষ এর থেকে কোনও সুবিধা পাচ্ছে না। যদিও কংগ্রেস মুখপাত্র পবন খেরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, আমেরিকার এই ধরনের ভিত্তিহীন মন্তব্য করা উচিত নয়।