কংগ্রেস নেতা পবন খেরার বিরুদ্ধে অভিযোগ ভারতের নির্বাচন কমিশনের। কমিশন তাঁকে আনুষ্ঠানিকভাবে নোটিস পাঠিয়ে বলেছে, তিনি দুটি বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকায় নাম রেখেছেন, যা নির্বাচনী আইনের লঙ্ঘন।
নয়াদিল্লির জেলা নির্বাচন দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, খেরার নাম একাধিক নির্বাচনী কেন্দ্রে ভোটার তালিকায় রয়েছে। জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী এই অভিযোগের ভিত্তিতে তাঁকে নোটিস পাঠানো হয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর সকাল ১১টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব না এলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
এই নোটিস আসার কয়েক ঘণ্টা আগে বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য এক্স-এ পোস্ট করে দাবি করেন, পবন খেরা নয়াদিল্লি এবং জ্ঞানপুরা, দুইটি পৃথক বিধানসভা কেন্দ্রের ভোটার।
মালব্য কংগ্রেসকে কটাক্ষ করে লেখেন, “রাহুল গান্ধী ভোটচুরির চিৎকার করেন। অথচ তাঁর ঘনিষ্ঠ পবন খেরা একসঙ্গে দুটি সক্রিয় ভোটার আইডি রেখেছেন। কংগ্রেসই আসল ভোট-চোর।” তিনি আরও দাবি করেন, যদি খেরা একাধিকবার ভোট দিয়ে থাকেন, তবে তা নির্বাচনী আইনের ভয়াবহ লঙ্ঘন।
অভিযোগ অস্বীকার করে খেরা পাল্টা নির্বাচন কমিশনকেই দায়ী করেছেন। তিনি বলেন, “আমি ২০১৬ সালেই নয়াদিল্লি কেন্দ্র থেকে সরে এসেছি এবং তালিকা থেকে নাম বাদ দিতে নিয়ম মেনে আবেদন করেছিলাম। তা সত্ত্বেও কেন আজও সেখানে আমার নাম রয়ে গেল? ওই কেন্দ্রে আমার নামে কে ভোট দিচ্ছে সেটা কমিশনকে জানাতে হবে। আমি সিসিটিভি ফুটেজ দেখতে চাই।”
এই বিতর্ক এমন সময় সামনে এল যখন আগের দিনই কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাবি করেছেন, বিজেপির ভোটচুরির আরও প্রমাণ হাতে রয়েছে তাঁদের। তিনি ইঙ্গিত দিয়েছেন, খুব শিগগিরই বিজেপির ভোট-চুরি নিয়ে বড়সড় ‘রাজনৈতিক হাইড্রোজেন বোমা’ ফাটাতে চলেছে কংগ্রেস।