মার্কিন মুলুকে ভারতীয় কনের বিয়ের আসরে আচমকা হাজির জাস্টিন বিবার। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের সেই জমজমাট অনুষ্ঠানে কানাডার পপ তারকা, জমিয়ে ছবি তুলেছেন কনে ও তাঁর মেয়ে বন্ধুদের সঙ্গে। কনের সঙ্গে আলাদা করে খোশগল্পও করতে দেখা গিয়েছে বিশ্বের শীর্ষ পপ তারকাদের অন্যতমকে। সোস্যাল মিডিয়ায় বিয়ের অনুষ্ঠানের সেই ছবি ও ভিডিও ক্লিপ পোস্ট হতে না হতেই, নজর কেড়ে নিয়েছে নেট নাগরিকদের। মন্তব্যের বন্যা বইয়েছেন বিবারের গুণমুগ্ধরা।
নিজের স্পেশাল দিনে, হঠাৎ পাওয়া এমন অবাক করা উপহারে রীতিমতো অভিভূত ভারতীয় কনে। অস্ফুটে ঘনিষ্ঠদের বলেন,‘এরপরে আমি বিয়ে করব কী করে জানি না!’। জাস্টিন বিবারকে বিয়ের অনুষ্ঠানে এভাবে দেখে এক ভক্ত লিখেছেন, ‘কী সুন্দর মুহূর্ত।’ কনের উদ্দেশ্যে কেউ লিখেছেন, ‘আপনি খুব ভাগ্যবান, অন্যতম সেরা চমক এই বিয়ের উপহার।’ কেউ আবার আবদার জুড়ে লিখেছেন, ‘বিবার, আপনি কিন্তু আমার বিয়েতেও আসবেন।’
বিয়ের আসরে কনে কালিরার ঐতিহ্যবাহী গয়না আর সবুজ শাড়িতে ধরা দিয়েছেন। আর বিবারকে দেখা গেছে গোল গলা সাদা টি-শার্ট, জিন্সের ঢিলেঢালা শর্টস এবং একটি আকর্ষণীয় নীল পশমের জ্যাকেটে। দেশি ঐতিহ্যের সঙ্গে ”হলিউড কুল”-এর মিশেল সন্ধের অনুষ্ঠানের আকর্ষণ একধাক্কায় বাড়িয়ে তোলে।
জাস্টিনের কাছে অবশ্য ভারতীয়দের বিয়েতে অংশ নেওয়ার অভিজ্ঞতা নতুন নয়। গত বছরেই তিনি অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের সঙ্গীত অনুষ্ঠানে হাজির ছিলেন। মুম্বইতে সেই অনুষ্ঠানে তাঁর জনপ্রিয় হওয়া অ্যালবাম থেকে বেশ কিছু গানও গেয়েছেন। জনশ্রুতি, সেই অনুষ্ঠানের জন্য তিনি নাকি ১০ মিলিয়ন ডলার পারিশ্রমিক নিয়েছেন। আম্বানি পরিবারের বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন রিহানা এবং কেটি পেরিও।
মার্কিন মুলুকে ভারতীয় কনের বিয়েতে পপ তারকা জাস্টিন বিবার, এমন একটা সময়ে এসেছেন, যখন তাঁর ৭ নম্বর স্টুডিও অ্যালবাম, ‘সোয়্যাগ’ নতুন করে মাতিয়ে দিচ্ছে সঙ্গীতপ্রেমীদের। দীর্ঘ নীরবতার পর এমন প্রাপ্তি, ফিরিয়ে আনছে বিবারের হারিয়ে যাওয়া জনপ্রিয়তাকেও।
