২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার হয়ে শেষবার খেলেছিলেন ভুবনেশ্বর কুমার। অ্যাডিলেডে ওই বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে পরাস্ত হয় ভারত। সেটিই ছিল দেশের জার্সিতে ভুবনেশ্বরের শেষ ম্যাচ। তবে এ বার কি ফের তিনি ডাক পেতে পারেন দলে? সম্প্রতি এক সংবাদ মাধ্যমের তরফে এই প্রশ্ন করা হলে ৩৫ বছরের মিডিয়াম পেসার সটান জানিয়ে দিয়েছেন, দল নির্বাচন তাঁর হাতে নেই।
ভুবির কথায়, “এর উত্তর আপনাকে কেবল নির্বাচকরাই দিতে পারেন।” পাশাপাশি উক্ত সংবাদ মাধ্যমকে তিনি এও বলেন, “আমার কাজ হল মাঠে ১০০ শতাংশ দেওয়া। আর আমি সেটাই করছি। যদি উত্তরপ্রদেশের হয়ে সৈয়দ মুস্তাক আলি, রনজি অথবা ওয়ানডে ফরম্যাটে খেলার সুযোগ পাই, তা হলে সেখানেও আমি আমার সেরাটা দেব।” সব মিলিয়ে এক কথায় ভুবনেশ্বরের দাবি, ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করার ওপরে তিনি জোর দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নির্বাচকরাই।
পরোক্ষভাবে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির সমালোচনা করে ভুবি বলেন, হিসেবে দেখা যাচ্ছে, একজন সুশৃঙ্খল বোলার হিসেবে আমার মনোযোগ ফিটনেস এবং লাইন-লেংথের উপর থাকে। তবে আপনি যতই ভাল পারফর্ম করুন না কেন, কখনও কখনও ভাগ্য আপনার পক্ষে থাকে না। তিনি আরও বলেন, “আপনার পারফরম্যান্স সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি কেউ ধারাবাহিকভাবে ভাল ক্রিকেট খেলে, তা হলে তাকে বেশিদিন উপেক্ষা করা যায় না। এমনকি যদি আপনাকে নির্বাচিত নাও করা হয়, তবুও নিজের ১০০ শতাংশ দেওয়ার দিকে মনোযোগ দিতে হবে। বাকিটা নির্বাচকদের উপর।”
আইনের গেরোয় সম্প্রতি বোর্ড সভাপতির দায়িত্ব থেকে সরতে হয়েছে রজার বিনিকে। বর্তমানে বোর্ডের অন্তর্বর্তীকালীন সভাপতি রাজীব শুক্লা। তাঁর ওপরে অবশ্য আলাদা ভরসা রয়েছে ভুবনেশ্বরের। যা তিনি লুকোননি। বলেন, “হ্যাঁ, রাজীব শুক্লা সভাপতি হলে প্রতিভাকে হয়ত উপেক্ষা করা হবে না।”
Bhuvneshwar Kumar, Indian Cricket Team, Indian Selectors, Rajiv Shukla
