কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসবাদের প্রকোপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, যা প্রশাসনের জন্য বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। আধিকারিকরা জানিয়েছেন, বর্তমানে সক্রিয় স্থানীয় সন্ত্রাসবাদীদের সংখ্যা এক অঙ্কের মধ্যেই সীমাবদ্ধ (সর্বাধিক ৯ জন)। বৃহস্পতিবারের একটি বড়সড় অভিযানে পাঁচজন জঙ্গিকে খতম করার পর এই তথ্য সামনে এসেছে।
জম্মু ও কাশ্মীর পুলিশের তথ্যানুযায়ী, চলতি বছরে (২০২৪) মাত্র সাতজন যুবক সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন। শ্রীনগর জেলা থেকে এ বছর একজনও তরুণ জঙ্গি সংগঠনে নাম লেখাননি। স্থানীয় প্রশাসনের মতে, এটাই সবচেয়ে ইতিবাচক দিক। শ্রীনগরে বর্তমানে কোনও স্থানীয় সন্ত্রাসবাদী সক্রিয় নেই, যা কাশ্মীরি যুবকদের সঠিক পথে এগিয়ে চলার দৃষ্টান্ত হয়ে উঠেছে।
একজন আধিকারিক বলেন, “শ্রীনগর থেকে এবছর কোনও তরুণ জঙ্গি দলে যোগ দেয়নি। এটি আমাদের কাছে অত্যন্ত ভালো খবর। যুবসমাজ সন্ত্রাসবাদ থেকে দূরে সরে আসছে।”
তবে হাইব্রিড জঙ্গিদের সক্রিয়তা নিয়ে প্রশাসন সতর্ক। হাইব্রিড জঙ্গিরা মূলত লুকিয়ে থাকে এবং সুযোগ পেলে সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত হয়। শ্রীনগর এবং দক্ষিণ কাশ্মীরের অন্যান্য এলাকায় এমন কিছু জঙ্গির উপস্থিতি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া, প্রায় ৫০ জন বিদেশি জঙ্গি কাশ্মীরের বিভিন্ন অংশে সক্রিয় থাকতে পারে। কুপওয়ারা ও বান্দিপোরার মতো এলাকাগুলি তাদের মূল ঘাঁটি হতে পারে। তবে নিয়মিত অভিযানের মাধ্যমে বাহিনী তাদের মোকাবিলা করছে।
কাশ্মীরের পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো হলেও প্রশাসন সতর্ক থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার উপর জোর দিচ্ছে।
