এশিয়া কাপ হকির ফাইনালের ওঠার লড়াইতে এগিয়ে হরমনপ্রীত সিং-এর ভারত। বৃহস্পতিবার মালয়েশিয়ার বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে ভারতের ৪-১ গোলে গুরুত্বপূর্ণ জয়, সেই সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেছে। প্রসঙ্গত সুপার ফোরের প্রথম ম্যাচে ভারত ২-২ গোলে খেলা শেষ করেছিল দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। শনিবার দুর্বল চিনের বিরুদ্ধে শেষ ম্যাচে কমপক্ষে ড্র করতে পারলেই ফাইনালে উঠে যাবে ভারত। তবে হেরে গেলেও মালয়েশিয়া-কোরিয়া ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে আয়োজক দেশের রবিবারের ফাইনালে খেলার অঙ্ক।
বিহারের রাজগীরে এশিয়া কাপ হকির আয়োজক ভারত, তাদের সুপার ফোরের শুরুটা কিন্তু ভালো করতে পারেনি। গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল। কিন্তু মালয়েশিয়ার বিরুদ্ধে দুরন্ত খেলেছে ক্রেইগ ফুলটনের দল। প্রথম কোয়ার্টারে এক গোলে পিছিয়ে থেকে ম্যাচ বের করে নিয়েছে ৪-১ গোলের ব্যবধানে। শুধু মূল্যবান ৩ পয়েন্ট সংগ্রহই নয়, সংশয়াতীত প্রাধান্য নিয়ে টুর্নামেন্টের এখনও পর্যন্ত সেরা খেলাটা মেলে ধরেছে মেন ইন ব্লু। ৪-১ গোলে এগিয়ে থেকে শেষ কোয়ার্টারে রক্ষণাত্মক পারফর্মেন্স আত্মবিশ্বাসও বাড়িয়েছে ভারতের।
শনিবার সুপার ফোরে চিনের মুখোমুখি হবে ভারত। গ্রুপ পর্বে এই চিনের বিরুদ্ধে ৪-৩ গোলে জয়ী হয়েছিলেন হরমনপ্রীতরা। চিনের সেই অতি রক্ষণাত্মক খেলার চুলচেরা বিশ্লেষণ সেরেই সুপার ফোরে তাদের শেষ ম্যাচে নামবে আয়োজক দেশ। তবে চিনকে দুর্বল হিসেবে দেখা মোটেই কিন্তু ঠিক হবে না। সুপার ফোরে এই চিনই হারিয়ে দিয়েছে গতবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে। ফলে অঙ্কের হিসেবে তাদের সামনেও রয়েছে ভারতকে হারিয়ে ফাইনালে ওঠার সুযোগ।
টিম ইন্ডিয়ার কোচ ক্রেইগ ফুলটন, টুর্নামেন্টের শুরু থেকেই ভারতকে ফেভারিট হিসেবে চিহ্নিত করেছেন। আর ব্যক্তিগত পারফরম্যান্স নয়, দল হিসেবে খেলার দিকেই তিনি বেশি জোর দিয়েছেন। বলেছেন আয়োজক দেশের চতুর্থবার এশিয়া কাপ খেতাব জয়ের জন্য যা বেশি করে প্রয়োজন। মালয়েশিয়ার বিরুদ্ধে ভারতের দলগত খেলা তাই খুশি করেছে হেড কোচকে। ফর্মে থাকা হরমনপ্রীত ম্যাচে গোল না পেলেও বাকি সদস্যরা সেই ঘাটতি মিটিয়েছেন।
সুপার ফোরে মালয়েশিয়া এবং দক্ষিণ কোরিয়া তাদের শেষ সুপার ৪ ম্যাচে মুখোমুখি হচ্ছে শুক্রবার। উভয় দলেরই ফাইনালে পৌঁছানোর জন্য প্রয়োজন জয়। কারণ বৃহস্পতিবার ভারতের ৪-১ গোলে মালয়েশিয়ার বিরুদ্ধে জয় গ্রুপটিকে পুরোপুরি উন্মুক্ত করে দিয়েছে। চারটি দলই ফাইনালে ওঠার লড়াইয়ে রয়েছে।
এশিয়া কাপ হকির সুপার ৪ : পয়েন্ট টেবিল
ভারত – ২টি ম্যাচ খেলেছে, ১টি জিতেছে, ১টি ড্র করেছে, গোলপার্থক্য+৩, পয়েন্ট ৪
মালয়েশিয়া – ২টি ম্যাচ খেলেছে, ১টি জিতেছে,, হেরেছে ১, গোলপার্থক্য ১, পয়েন্ট ৩
চিন – ২টি ম্যাচ খেলেছে, ১টি জিতেছে, হেরেছে ১, গোলপার্থক্য +১, পয়েন্ট ৩
দক্ষিণ কোরিয়া – ২টি ম্যাচ খেলেছে, ড্র করেছে ১, হেরেছে ১, গোলপার্থক্য ৩, পয়েন্ট ১