স্টেট ব্যাঙ্কের এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পর এবার ব্যাঙ্ক অফ বরোদা। ব্যাঙ্ক অফ বরোদাও এবার রিলায়েন্স কমিউনিকেশনস-এর সমস্ত লোন অ্যাকাউন্ট এবং সংস্থার প্রাক্তন কর্ণধার অনিল আম্বানিকে ‘ফ্রড’ অর্থাৎ ‘প্রতারক’ হিসাবে চিহ্নিত করল।
বৃহস্পতিবার শেয়ার বাজারকেও বিষয়টি জানিয়ে দিয়েছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।
স্টেট ব্যাঙ্ক আগেই জানিয়েছিল, আরকম এবং তার শাখা সংস্থাগুলি বিভিন্ন ব্যাঙ্ক থেকে ৩১,৫৮০ কোটি টাকা ঋণ নিয়েছিল। এরপর ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও জানায়, আরকমের কাছে তাদের ৭২৪.৭৮ কোটি টাকা পাওনা রয়েছে। তবে ব্যাঙ্ক অফ বরোদার ঋণের পরিমাণ এখনও প্রকাশ্যে আসেনি। একের পর এক ব্যাঙ্ক , ‘প্রতারক’ ঘোষণা করায় চাপ বাড়ছে আরকম এবং অনিল আম্বানির। অবশ্য বর্তমানে আরকম আর আম্বানির মালিকানাধীন নয়। আপাতত আরকমের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করে ঋণের টাকা আদায়ের চেষ্টা চলেছে।
অনিল আম্বানির সংস্থা আগেই নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে। অনিলের বিরুদ্ধে প্রায় ১৭ হাজার কোটি টাকার তছরুপের অভিযোগ রয়েছে। সম্পত্তি বিক্রি করে ঋণ মেটানোর চেষ্টা করেছেন অনিল। কিন্তু তাতেও সমস্যা কমছে না অনিলের।
সূত্রের খবর, ব্যাঙ্কগুলি মনে করছে, তাদের দেওয়া ঋণ ঠিকভাবে ব্যবহার করেনি রিলায়েন্স। টাকা নয়ছয় হয়েছে। সেকারণেই আরকমের আজ এই পরিস্থিতি। আরকমে কোনও তছরুপ হয়েছে কিনা তা জানতে তদন্ত করছে সিবিআই।
এর আগে ২০২৩ সালে ইডির জেরার মুখে পড়তে হয়েছিল অনিলকে। ২০২০ সালেও একবার অনিল আম্বানিকে তলব করেছিল ইডি।
Leave a comment
Leave a comment