শিক্ষক দিবসেই শিক্ষকের পরিবারে ঘটল মর্মান্তিক ঘটনা! নিমতায় শিক্ষকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে রহস্য। মৃত ব্যক্তির নাম গৌরাঙ্গ আচার্য (৬০) ।
প্রাথমিক ভাবে স্ত্রী ও সন্তানকে খুনের চেষ্টা করে স্বামী আত্মঘাতী হওয়ার বিষয়টি সামনে এসেছিল।পরবর্তীতে মৃত শিক্ষকের পরিবারের অভিযোগ, স্ত্রী ও তার পরিবারের লোকজন গৌরাঙ্গ আচার্যকে হত্যা করে নিজেরা আহত হওয়ার চেষ্টা করেছেন।
যদিও পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির নাবালিকা কন্যা তার দিদিমার সঙ্গে থানায় এসে জানিয়েছে তার বাবা তার মাকে পাঁচ কিলো ভারি বস্তু দিয়ে আঘাত করে এবং তার বাবা আত্মঘাতী হয়েছেন। ঘটনাস্থলে এসে পুলিশ দেখে গৌরাঙ্গ আচার্য ঝুলন্ত অবস্থায় রয়েছেন এবং তার স্ত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। এরপরে তারা সকলকে উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা গৌরাঙ্গ আচার্যকে মৃত বলে ঘোষণা করেন।
যদিও গৌরাঙ্গ আচার্যের পরিবারের অভিযোগ, গৌরাঙ্গ আচার্যকে হত্যা করে স্ত্রী পরিবারের লোকজনের সামনে আহত হওয়ার নাটক করেছেন।
প্রতিবেশীরা জানান, নিত্যদিন গৌরাঙ্গ আচার্য ও তার স্ত্রী রুবির মধ্যে অশান্তি হত। সাংসারিক অশান্তির কারণেই এই ঘটনা কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রতাপগড়ের ১১ নং ওয়ার্ডের এই ঘটনা ।
গোটা ঘটনা নিয়ে পুলিশ জানিয়েছে, গৌরাঙ্গ চট্টোপাধ্যায় ওরফে বাবু (৬০ বছর) তাঁর স্ত্রী রুবি ওরফে মিলি চট্টোপাধ্যায় (৪৫ বছর আনুমানিক) এবং মেয়ে ত্রিশা চট্টোপাধ্যায়কে (১১ বছর) ৫ কেজি ওজনের (বাটখারা) দিয়ে আক্রমণ করেন, তারপর আত্মহত্যা করেছেন। প্রাথমিক তদন্তে এমনটাই জানা গিয়েছে।
প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের কারণেই এই ঘটনা ঘটেছে। মা ও মেয়ে উভয়ই গুরুতর আহত অবস্থায় সাগর দত্ত হাসপাতালে ভর্তি রয়েছে। গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।