এবার তেলুগু ইন্ডাস্ট্রিতে পা রাখছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি। তাঁর প্রথম তেলুগু ছবি ‘OG’-এর টিজার সম্প্রতি মুক্তি পেয়েছে। এই ছবিতে তিনি তেলুগু সিনেমার সুপারস্টার পবন কল্যাণ-এর সঙ্গে ‘টক্কর’ দিতে চলেছেন। এটি ইমরানের ক্যারিয়ারের একটি বড় পদক্ষেপ।
‘OG’ ছবিতে পবন কল্যাণ অভিনয় করছেন ওজাস গম্ভীর নামের এক গ্যাংস্টারের চরিত্রে, যে দশ বছর পর মুম্বই ফিরে আসে। এর মধ্যে মুম্বইয়ের অপরাধ জগত দখল করে নিয়েছে ওমি ভাউ নামের এক নিষ্ঠুর গ্যাংস্টার, যার চরিত্রে আছেন ইমরান হাশমি। টিজারে দুই তারকার মধ্যে এক টানটান উত্তেজনা দেখা যাচ্ছে।
এই ছবিতে কাজ করা নিয়ে ইমরান হাশমি বলেন, “যখন আমাকে এই ছবির প্রস্তাব দেওয়া হয়, আমি খুবই আনন্দিত হয়েছিলাম, কারণ এর মাধ্যমে তেলুগু সিনেমায় আমার অভিষেক হচ্ছে। সুপারস্টার পবন কল্যাণের সঙ্গে পর্দায় লড়াই করার চেয়ে ভালো সুযোগ আর কী হতে পারে? পরিচালক সুজিত এবং পবন কল্যাণের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত ছিল। আমার চরিত্র, লুক এবং সংলাপ সবকিছুই আমার খুব পছন্দ হয়েছে এবং আমি এই ছবির অংশ হতে পেরে খুবই উৎসাহিত।”
সুজিত পরিচালিত ‘OG’ ছবিটি প্রযোজনা করেছেন ‘RRR’ খ্যাত ডিভিভি দানাইয়া। ছবিতে পবন কল্যাণ এবং ইমরান হাশমি ছাড়াও অভিনয় করেছেন প্রিয়াঙ্কা মোহন, অর্জুন দাস, প্রকাশ রাজ এবং শ্রিয়া রেড্ডি। ছবির সংগীত পরিচালনা করেছেন থামন এস। ছবিটি ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে।
‘OG’ ছাড়াও ইমরানের হাতে আরও একটি তেলুগু ছবি রয়েছে ‘G2’। এটি ২০১৮ সালের জনপ্রিয় ছবি ‘Goodachari’-এর সিকুয়েল। এই ছবিতে প্রধান চরিত্রে আছেন অদিভি সেশ, এবং তাঁর সঙ্গে রয়েছেন ওয়ামিকা গাব্বি, মধু শালিনী, সুপ্রিয়া ইয়ারলাগড্ডা, প্রকাশ রাজ এবং যিশু সেনগুপ্ত। ‘G2’-এর গল্প শুরু হয় ‘Goodachari’-এর শেষ অংশ থেকে। এজেন্ট গোপী (অদিভি সেশ) একটি বিপজ্জনক আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কের খোঁজে দেশের বাইরে এক ঝুঁকিপূর্ণ মিশনে যায়। এই ছবিতে ইমরান হাশমি একজন খলনায়কের ভূমিকায় আছেন, যার দুটি পরিচয়, মাইকেল এবং প্রিন্স ভিঠাল। তাঁর দ্বৈত চরিত্র গল্পের রহস্য এবং বিপদ আরও বাড়িয়ে তুলবে। ছবিটি ২০২৬ সালের ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই দুটি ছবির মাধ্যমে ইমরান হাশমি দক্ষিণী সিনেমায় নিজের শক্তিশালী উপস্থিতি জানান দিতে চলেছেন।