মহিলাদের লক্ষ্য করে এক অদ্ভুত অপরাধ চক্র আতঙ্ক ছড়াচ্ছে মিরাটের দৌরালা অঞ্চলে। অভিযোগ উঠেছে, একদল মানুষ নগ্ন অবস্থায় হাজির হয়ে মহিলাদের নির্জন স্থানে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, পুলিশও গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। তল্লাশির পাশাপাশি ড্রোনের সাহায্যে নজরদারি জোরদার করা হয়েছে।
সর্বশেষ ঘটনায়, ভারালা গ্রামে কর্মস্থলে যাচ্ছিলেন এক মহিলা। পথে দুই ব্যক্তি তাঁকে জোর করে মাঠের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তিনি চিৎকার করলে গ্রামবাসীরা ছুটে আসে, কিন্তু ততক্ষণে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে পরিবারকে ওই মহিলা জানান, দু’জনই কোনও পোশাক পরে ছিলেন না। আতঙ্কিত হয়ে তিনি কাজ পরিবর্তন করেছেন এবং এখন অন্য রাস্তা দিয়ে কর্মস্থলে যান বলে তাঁর স্বামী জানান।
গ্রামবাসীদের অভিযোগ, এর আগেও তিনটি এমন ঘটনা ঘটেছে। তবে লজ্জার ভয়ে সেগুলো প্রকাশ্যে আনা হয়নি। এবার ঘটনাটি হাতের বাইরে চলে যাওয়ায় পুলিশি হস্তক্ষেপ চাইছেন স্থানীয়রা। দৌরালা গ্রামের প্রধান রাজেন্দ্র কুমার বলেন, “শুরুতে কেউ গুরুত্ব দেয়নি। কিন্তু এখন ভয় কাজ করছে। এই গ্যাং এখন পর্যন্ত শুধু মহিলাদেরই টার্গেট করেছে।”
ঘটনার পর পুলিশ মাঠে তল্লাশি চালায়। গত শনিবার সিনিয়র অফিসারদের উপস্থিতিতে কয়েক ঘণ্টা ধরে ড্রোন দিয়ে অভিযান চালানো হয়। পাশাপাশি এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে নজরদারির জন্য।
মিরাটের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বিপিন টাডা জানান, “ড্রোন ও গ্রামবাসীদের সহায়তায় আমরা এলাকা চষে ফেলেছি, কিন্তু কাউকে পাইনি। মহিলা পুলিশও মোতায়েন করা হয়েছে, সন্দেহভাজনদের খোঁজ চলছে।”
এদিকে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়লেও অনেকেই মনে করছেন এটি গুজব বা দুষ্টচক্রের কারসাজি, যার উদ্দেশ্য পুলিশ ও প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা।