নতুন এক পে প্যাকেজ বা বেতনের প্যাকেজ প্রস্তাব করল টেসলার পরিচালন পর্ষদ। ওই পে প্যাকেজ অনুযায়ী প্রায় এক ট্রিলিয়ন ডলার বেতন পেতে পারেন সংস্থার সিইও এলন মাস্ক। তবে এই বেতন পেতে গেলে তাঁকে নির্দিষ্ট কিছু লক্ষ্য পূরণ করতে হবে। শেষ পর্যন্ত যদি বেতন প্যাকেজের প্রস্তাবটি অনুমোদন পায় তা হলে কর্পোরেট দুনিয়ায় সেটাই হবে সবচেয়ে বড় বেতন প্যাকেজ।
সংস্থার বিশ্বাস, মাস্ক সংস্থাকে গাড়ি নির্মাতা থেকে প্রযুক্তি নির্ভর এক শক্তিশালী সংস্থায় বদলে দিতে পারবেন। তবে এই লোভনীয় বেতনের প্যাকেজ পেতে হলে মাস্ককে নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। জানা গিয়েছে, এক ট্রিলিয়ন ডলারের প্যাকেজ পেতে মাস্ককে টেসলার ২০ লাখ গাড়ি বিক্রি করতে হবে। একই সঙ্গে বিক্রি করতে হবে ১০ লাখ কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট এবং ১০ লাখ রোবোট্যাক্সি। অর্থাৎ মাস্ককে টেসলার শেয়ার বাজার মূল্য ৮ গুণ বৃদ্ধি করতে হবে। ইতিমধ্যেই সংস্থার পরিচালন পর্ষদ তার বিনিয়োগকারীদের এই বেতন প্যাকেজের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে।
জানা গিয়েছে, এই পরিকল্পনার আওতায় মাস্ক কোনও বেতন বা বোনাস পাবেন না। তাঁর লাভ হবে তখনই যখন টেসলার শেয়ার মূল্য আট গুণেরও বেশি বৃদ্ধি পাবে। সেইসঙ্গে আরও কিছু কঠিন লক্ষ্য পূরণ করতে হবেন তাঁকে। এছাড়াও চলতি বছরের শুরুতে মাস্কের জন্য প্রায় ২৯০০ কোটি ডলারের এক অস্থায়ী বেতন প্যাকেজ অনুমোদন করেছে আমেরিকার বিদ্যুৎচালিত গাড়ি নির্মাতা সংস্থা টেসলা। মাস্ককে এই বেতন প্যাকেজ স্টক বা শেয়ার আকারে দেওয়া হবে। উল্লেখ্য, বর্তমানে এই মার্কিন গাড়ি উৎপাদনকারী সংস্থা টেসলা তার ব্যবসায়িক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।
টেসলার পরিচালন পর্ষদ বোর্ডের চেয়ারম্যান রবিন ডেনহোম এবং পরিচালক ক্যাথলিন উইলসন-থম্পসন মাস্ককে কোম্পানিতে ধরে রাখার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। সেই লক্ষ্য পূরণে শেয়ারহোল্ডারদের দেওয়া এক চিঠিতে তাঁরা লিখেছেন, এই লক্ষ্য অর্জন এবং ইতিহাসের সবচেয়ে মূল্যবান সংস্থা হয়ে ওঠার জন্য মাস্ককে ধরে রাখা অপরিহার্য।
Leave a comment
Leave a comment