ইজরায়েলের অর্থমন্ত্রীর আসন্ন ভারত সফরের সময় দুই দেশের মধ্যে একাধিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মুক্ত বাণিজ্য চুক্তি বা ‘ফ্রি ট্রেড এগ্রিমেন্ট'(FTA) নিয়ে আলোচনা শুরু হতে পারে বলে সরকারি সূত্রে খবর।
আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বর তিন দিনের সফরে ইজরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ ভারতে আসছেন। এ সময় তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খাট্টারের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও তিনি মুম্বই এবং গুজরাতের গান্ধীনগরেও যাবেন।
সূত্রের দাবি, এই সফরের মূল লক্ষ্য হল ভারতের সঙ্গে ইজরায়েলের অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করা এবং দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি ও মুক্ত বাণিজ্য চুক্তির মতো গুরুত্বপূর্ণ চুক্তির ভিত্তি তৈরি করা। দুই দেশের মধ্যে এই দুই চুক্তির খসড়া নিয়ে আলোচনা শেষ হয়েছে এবং সফরের সময় স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা প্রবল।
চুক্তি কার্যকর হলে ভারতীয় ও ইজরায়েলি বিনিয়োগকারীরা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সুরক্ষা পাবেন। এতে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পাবে এবং বিরোধ মেটাতে স্বাধীন সালিশি মঞ্চ পাওয়া যাবে।
২০০০ সালের পর থেকে ইজরায়েল সংযুক্ত আরব আমিরশাহি, জাপান, ফিলিপিন্স, থাইল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো ১৫টিরও বেশি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি করেছে। এবার ভারত-ইজরায়েলের চুক্তি দ্বিপাক্ষিক বিনিয়োগ বৃদ্ধির নতুন দিশা দেখাবে বলে আশা করা হচ্ছে।
এটি চলতি বছরে ভারতের মাটিতে ইজরায়েলি মন্ত্রীর চতুর্থ সফর। এর আগে পর্যটন মন্ত্রী হাইম ক্যাটজ, অর্থনীতি ও শিল্পমন্ত্রী নির বারকাট এবং কৃষি ও খাদ্য নিরাপত্তা মন্ত্রী আভি ডিখটার ভারত সফর করেছেন।
বর্তমানে ভারত-ইজরায়েলের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বছরে প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার। ২০০০ থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত ভারতে ইজরায়েলের সরাসরি বিদেশি বিনিয়োগ হয়েছে ৩৩৪.২ মিলিয়ন ডলার এবং একই সময়ে ইজরায়েলে ভারতের বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪৩ মিলিয়ন ডলার।
ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের মতো আন্তর্জাতিক আর্থিক সংস্থার সক্রিয় সদস্য হওয়ায়, ভবিষ্যতে উভয় দেশ তৃতীয় বিশ্বের দেশগুলোতে যৌথ প্রকল্পে অর্থ বিনিয়োগ বা উন্নয়নমূলক উদ্যোগেও অংশ নিতে পারে বলে সূত্রের দাবি।