সিনেমায় নামছেন মহেন্দ্র সিং ধোনি? জল্পনা উস্কে দিয়েছে বলিউড তারকা আর মাধবনের প্রকাশিত একটি টিজার। টিজারে ক্যাপ্টন কুলকে একজন পুলিশ অফিসারের ভূমিকায় ফ্রেমবন্দি করা হয়েছে। সোশাল মিডিয়ায় যেটি আসতেই শুরু হয়েছে নানা জল্পনা।
প্রকাশিত টিজারে ধোনির পাশাপাশি আর মাধবনকেও একজন অফিসারের ভূমিকায় দেখা যাচ্ছে। টিজারের শিরোনাম দেওয়া হয়েছে ‘দ্য চেজ’। ধোনি এবং মাধবন দুজনেই একরকম অ্যাকশন-প্যাকড রোলে। বুলেটপ্রুফ জ্যাকেট এবং সানগ্লাস, টাস্ক ফোর্স লেখা কালো পোশাক। দুজনের হাতেই বন্দুক আর সেগুলি তাঁরা চালিয়েছেনও। প্রাক্তন ভারত অধিনায়কের ভক্তদের অনুমান, মাহি এটি দিয়ে তাঁর বড় পর্দায় অভিষেকের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
মাধবন ইনস্টাগ্রামে টিজারটি শেয়ার করেছেন। তবে, প্রকল্পটি ঠিক কী, ওয়েব সিরিজ, সিনেমা বা অন্য কিছু, সেটা কিন্তু স্পষ্ট করে বলেননি। তবে লেখা রয়েছে, “একটি মিশন। দুই যোদ্ধা। যাঁরা কঠিন পরিস্থিতি মোকাবিলায় তৈরি, একটি ওয়াইল্ড, বিস্ফোরক তাড়া শুরু । দ্য চেজ টিজার এখন প্রকাশিত। ভাসান বালা পরিচালিত। শীঘ্রই আসছে”।
ধোনির ফিল্মে নামার জল্পনার মধ্যেই উঠে এসেছে সফল প্রাক্তন ক্রিকেটারদের ছোট ও বড়পর্দায় দেখার স্মৃতি। বাইশ গজে সফল ক্রিকেটারদের ফিল্মে অভিনয় নতুন ঘটনা মোটেই নয়। ভারতীয়দের মধ্যে এই তালিকায় নাম রয়েছে সুনীল মনোহর গাভাসকর থেকে কপিল দেব নিখাঞ্জ, সৈয়দ কিরমানি থেকে মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকরের। আছে সন্দীপ পাতিল, বিনোদ কাম্বলি, অজয় জাদেজা, সলিল আঙ্কোলা এবং হরভজন সিং-এর নামও। যুবরাজ সিং-এর বাবা জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিং-এর খ্যাতি ক্রিকেট থেকেও বেশি রয়েছে অভিনয় জগতে।
জাতীয় দলের হয়ে খেলার সময় কিংবদন্তি ব্যাটসম্যান গাভাসকর মারাঠি ফিল্ম ‘সাভলি প্রেমাচি’তে হিরোর ভূমিকায় অভিনয় করেছেন। ১৯৮০ সালে ফিল্মটি মুক্তি পেয়েছিল। কিংবদন্তি আর এক ভারতীয় অধিনায়ক কপিল দেব ‘ইকবাল’, ‘মুঝসে শাদি কারোগে’, ‘স্টাম্পড’-এর মতো বক্স অফিসে সফল সিনেমায় ছোট ছোট চরিত্রে অভিনয় করে সিনেপ্রেমীদের নজর কেড়েছেন।
মুম্বইতে শচীনের সঙ্গে বেড়ে ওঠা প্রতিভাধর বিনোদ কাম্বলি তাঁর বেহিসেবি লাইফস্টাইলে ক্রিকেট থেকে একরকম ছিটকে যান। বারে বাকে কামব্যাক করেও জাতীয় দলে জায়গা পাকা করতে না পেরে ফিল্ম দুনিয়ায় সাফল্য পেতে নাম লিখেয়েছিলেন। ২০০০ সালে সুনীল শেট্টির বিপরীতে ‘আনর্থ’ নামে ফিল্মে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। তাছাড়া ক্রিকেট খেলতে খেলতেই হিন্দি, মরাঠি, কন্নড় মিলিয়ে চারটে ছবি এবং কিছু সিরিয়ালে ছুটকো অভিনয়ও করেছেন রমাকান্ত আচরেকরের এই ছাত্র।
অজয় জাদেজা অভিনীত ‘খেল’ ফিল্ম মুক্তি পেয়েছিল ২০০৩ সালে। ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে নাম জড়ানো জাদেজাকে ক্রিকেটে আবার ফিরিয়েছিল ‘খেল’-এর নজরকাড়া সাফল্য। তবে তাঁর আর বাইশ গজে নেমে খেলা হয়নি, বরং ভাষ্যকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন অলরাউন্ডার জাদেজা । ১৯৮৫ সালে মুক্তি পাওয়া বলিউডের রোমান্টিক ফিল্ম ‘কভি আজনবি থে’ ফিল্মে দেখা গেছে সৈয়দ কিরমানি ও সন্দীপ পাতিলকে। সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন বাংলার দেবশ্রী রায় সহ পুণম ধিলোঁ।
শচীন তেন্ডুলকরের সঙ্গে সলিল আঙ্কোলা জাতীয় দলের হয়ে খেলে শুরু করেছিলেন। তবে ক্রিকেটে তেমন নাম না করতে পারলেও অভিনয় জগতে সুনাম কুড়িয়েছেন। তাঁর ‘চাহাত অর নফরত’ এবং ‘কুরুক্ষেত্র’ ধারাবাহিক ভাল টিআরপি দিয়েছে। ‘সিআইডি’, ‘কোরা কাগজ’ও সফল টিভি ধারাবাহিক। চোট আঘাতে ক্রিকেট ক্যারিয়ার অকালে ফুরিয়ে যাওয়ার পর টেলিভিশন চ্যানেল ও হিন্দি ছবিতে অভিনয় করেছেন। বিগ বসেও দেখা গেছে জাতীয় দলের প্রাক্তন ফাস্ট বোলার আঙ্কোলাকে।
হরভজন সিং তথা ভাজ্জি পঞ্জাবি সিনেমায় পরিচিত নাম। ‘ভাজি ইন প্রবলেম’ ফিল্ম দিয়ে তাঁর সিনে দুনিয়ায় আত্মপ্রকাশ। যুবরাজ সিং-এর বাবা যোগরাজ সিং দেশের হয়ে মাত্র ১ টি টেস্ট এবং ৬ টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। কিন্তু পঞ্জাবি ফিল্মে অভিনয় করেছেন নয় নয় করে ৩০টি। আর এর মধ্যে ‘ভাগ মিলখা ভাগ’ ছবিতে মিলখা সিং-এর কোচের ভূমিকায় যোগরাজের অভিনয় প্রশংসিত হয়েছে দেশ জুড়ে।
২০২০ সালের আগস্টে আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে অবসর নেওয়া ধোনি এখন শুধু আইপিএল ক্রিকেটেই নিজেকে সীমাবদ্ধ রেখেছেন। চেন্নাই সুপার কিংস-এর প্রাক্তন অধিনায়ক এবারও দল গড়ার ক্ষেত্রে বড় ভূমিকা নেবেন। গত বছর, সিএসকে ফ্র্যাঞ্চাইজি তাঁকে ৪ কোটি টাকায় আনক্যাপড খেলোয়াড় হিসেবে ধরে রেখেছিল। ক্রিকেট ছাড়াও দেশের আঞ্চলিক সেনাবাহিনীর প্যারাসুট রেজিমেন্টের একজন লেফটেন্যান্ট কর্নেল (সাম্মানিক পদ) তিনি। এহেন ধোনির অভিনয়ে নামার খবরটি দ্রুত ছড়িয়েছে ক্রিকেট অনুরাগীদের মাঝে।
তবে টিজারটি কোনও সিনেমার, নাকি বিজ্ঞাপনের শুটিং-এর কিছু অংশ, সেই নিয়ে জোর চর্চা জারি। কেউ লিখেছেন, ধোনিই নায়ক। ”থালা” (তামিলে থালা বলতে নেতা বা ভাইকে বোঝায়) এটি ডিজার্ভ করেন। কেউ আবার লিখেছেন, ট্রেলারটি এত রোমাঞ্চকর যে এটি সিনেমা হওয়াই ভাল। শারদোৎসবের মুখে, একের পর এক ফিল্ম রিলিজ ঘিরে যখন দড়ি টানাটানি, সে সময়ও আলাদা করে নজর কেড়েছে ধোনিকে ঘিরে আর মাধবনের ‘দ্য চেজ’ ট্রেলার।