আমেরিকার ভারত বিরোধী লড়াই যেন আর থামছেই না। তবে এবার মার্কিন অভিযোগের বিরুদ্ধে ময়দানে নামতে দেখা গেল এলন মাস্কের সোশ্যাল মিডিয়া এক্স-কে। সদ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা পিটার নাভারো অভিযোগ করেন, ভারত রুশ তেল আমদানির মাধ্যমে ‘লাভ করছে’ এবং আমেরিকার মানুষজনের চাকরি হারাচ্ছে। তিনি এক্স-এ ফ্যাক্ট হিসেবে লেখেন, “ভারতের চড়া শুল্ক মার্কিন দুনিয়ার চাকরি খাচ্ছে। ভারত কেবল মুনাফার জন্য রাশিয়ার তেল কিনছে। আবার রাশিয়া এ থেকে যুদ্ধের জন্য অর্থ পাচ্ছে। আমেরিকার করদাতাদের বেশি টাকা খরচ হচ্ছে। ভারত সত্যিটা মানতে পারছে না।”
পিটার নাভারোর মন্তব্যের পরই এক্স যে ফ্যাক্ট চেক বা ‘কমিউনিটি নোটস’ জুড়ে দেয় সেই নোটে লেখা হয়, ‘ভারত শুধুমাত্র লাভের জন্য রাশিয়ার তেল কিনছে না, নিজেদের জ্বালানি সুরক্ষার জন্যেও কিনছে। এবং ভারত এই তেল কিনে কোনও নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে না। এদিকে ভারত যদিও বা শুল্ক চাপায়, ভারতের সঙ্গে আমেরিকার ট্রেড সারপ্লাস আছে সার্ভিসের ক্ষেত্রে। এছাড়া আমেরিকা নিজে রাশিয়ার থেকে এখনও অনেক পণ্য আমদানি করছে। যেটা কি না দ্বিচারিতা।’ তবে শুধু এখানেই শেষ নয়, এই পোস্টের সঙ্গে একাধিক খবরের লিঙ্কও দেওয়া হয়।
এক্স-এর এমন ব্যবস্থায় মোটেই খুশি হননি নাভারো। ট্রাম্পের উপদেষ্টা ফের লেখেন, “বাহ! এলন মাস্ক মানুষের পোস্টে প্রচার ঢুকতে দিচ্ছে। তবে ওই নোটস একেবারেই অর্থহীন। ভারত শুধু মুনাফার জন্য রুশ তেল কিনছে। ইউক্রেন আক্রমণের আগে কেন তেল কেনেনি? ভারত সরকারের প্রোপাগান্ডা মেশিন পুরোদমে চলছে। ইউক্রেনীয়দের হত্যা বন্ধ করো। মার্কিন চাকরি নেওয়া বন্ধ করো।”
যদিও এলন মাস্ক একে তাঁর ‘গ্রোক’-এর কেরামতি বলেই ব্যাখ্যা করেছেন। পিটার নাভারোর মুখে কার্যত ঝামা ঘষে দিয়ে ইলন মাস্ক বলেছেন, আসলে নোট, ডেটা এবং কোড হল পাবলিক সোর্স। গ্রোক তার ভিত্তিতেই আরও তথ্য যাচাইয়ের ব্যবস্থা করে।’ কমিউনিটি নোটস সকলকেই সংশোধন করে দেয়। এখানে পিটার নাভারোর জন্য আলাদা কিছু বন্দোবস্ত নেই। অর্থাৎ মাস্কের মতে, সত্যের জন্যই সব কিছু, মানুষ আসলটা যাচাই করে নেবেন।