শহরের মেট্রো রেল নেটওয়ার্কে সেপ্টেম্বরে প্রথম সাত দিনে প্রায় ৫০ লাখ যাত্রী যাতায়াত করেছেন। রবিবার এমনই পরিসংখ্যান প্রকাশ করল মেট্রো কর্তৃপক্ষ। ১ সেপ্টেম্বর সোমবার একদিনেই মেট্রো ব্যবহার করেছেন ৮ লাখ যাত্রী। এর মধ্যে শুধু গ্রিন লাইন অর্থাৎ সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান ব্যবহার করেছেন প্রায় ২ লাখ যাত্রী। ওই সপ্তাহে বৃহস্পতিবারও গ্রিন লাইন ফের ২ লাখ যাত্রী অতিক্রম করে। বাকি ৫.৮ লাখ যাত্রী ওইদিন অন্য করিডরগুলোতে সফর করেছেন।
শনিবার সপ্তাহান্তে পুজোর কেনাকাটার ভিড়ে ব্লু ও গ্রিন লাইনে ৭.১ লাখ যাত্রী সফর করেন। তবে ইয়েলো, অরেঞ্জ এবং পার্পল লাইন শনিবার-রবিবার চালু থাকে না।
মেট্রো মুখপাত্র জানান, “প্রথম ছয় দিনে গড় যাত্রীসংখ্যা ছিল প্রতিদিন প্রায় ৭.৪ লাখ। তাই প্রথম সাত দিনে যাত্রী সংখ্যা ৫০ লাখের কাছাকাছি হবে বলে আশা করা যায়।”
আগস্টের শেষ সপ্তাহে মেট্রো ব্যবহার করেছিলেন ৪৯ লাখ যাত্রী। ফলে এবারও পরিসংখ্যান প্রমাণ করছে মেট্রোর জনপ্রিয়তা ও নির্ভরযোগ্যতা।
গত এক সপ্তাহে বিশেষ প্রচার অভিযানের ফলে ১.৮ লাখ যাত্রী মোবাইল কিউআর কোড টিকিট বুক করেছেন। এর মধ্যে ব্লু লাইনে ৯৪,০০০ এবং গ্রিন লাইনে ৮৫,০০০ যাত্রী কিউআর টিকিট কিনেছেন। শুধু শনিবারই সর্বাধিক ৩৪,৫৫৯ কিউআর টিকিট বিক্রি হয়েছে।
শুধু তাই নয়, স্মার্টকার্ড ও আমার কলকাতা মেট্রো অ্যাপ জনপ্রিয় করতে বিশেষ ক্যাম্পেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। প্রতিটি রিচার্জে ৫ শতাংশ বোনাস দেওয়া হচ্ছে এবং একবারে সর্বাধিক ৪টি টিকিট বুক করা যাচ্ছে। শনিবারই বিক্রি হয়েছে প্রায় ২,০০০ স্মার্টকার্ড। আগস্টে কলকাতা মেট্রো মোট ১.৯ কোটি যাত্রী বহন করেছে। ২২ আগস্ট থেকে দুটি নতুন সেকশন ও একটি নতুন লাইন চালু হওয়ার ফলে এই সংখ্যা আগের গড় মাসিক যাত্রী থেকে প্রায় ১৫ থেকে ২০ লাখ বেশি।
রাজস্বের ক্ষেত্রেও বৃদ্ধি ঘটেছে। আগস্টে মেট্রোর আয় হয়েছে ৩০ কোটি টাকা, যা আগের মাসগুলিতে প্রায় ২৭ থেকে ২৮ কোটির মধ্যে ছিল। অর্থাৎ, প্রতিদিনের আয় বেড়েছে গড়ে ৯১ লাখ টাকা থেকে বেড়ে ১.১ কোটি টাকা। সেপ্টেম্বরে প্রথম সপ্তাহেই এই বিপুল যাত্রীসংখ্যা মেট্রো রেলের জনপ্রিয়তাকে আরও একবার প্রমাণ করল।