অনলাইন গেম নিয়ন্ত্রণ করতে সদ্য তৈরি হয়েছে নতুন আইন। সেই আইনকে চ্যালেঞ্জ করে তিন রাজ্যের হাইকোর্টে তিনটি মামলা দায়ের হয়েছিল। ওই মামলাগুলি যাতে একসঙ্গে শোনা হয় তার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিল কেন্দ্র। কেন্দ্রের সেই আবেদনে সম্মতি জানাল সর্বোচ্চ আদালত।
সোমবার কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা শীর্ষ আদালতকে বলেন, একই কারণে দায়ের হওয়া তিনটে মামলা যদি আলাদা আলাদাভাবে শোনা হয় তবে তাতে অনেক বেশি সময় খরচ হবে। তাই সুপ্রিম কোর্টে এই মামলাগুলো একসঙ্গে শোনা হোক। একাধিক অনলাইন গেমিং সংস্থা এই তিনটি মামলা দায়ের করেছিল। তারাও কেন্দ্রের এই বক্তব্যকে মেনে নেয়। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি কে বিশ্বনাথন জানান, তিন হাইকোর্টে চলা তিনটি মামলা একসঙ্গে শোনা হবে। সুপ্রিম কোর্টেই মামলার শুনানি হবে।
উল্লেখ্য, অনলাইন গেম নিষিদ্ধ করতে ২০ আগস্ট সংসদে একটি নতুন বিল পেশ হয়। দুদিন পর ২২ আগস্ট ওই বিলটি ধ্বনিভোটে পাশ হয়ে যায়। এরপরই পাশ হওয়া ওই বিলে সম্মতি দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
নতুন আইনকে চ্যালেঞ্জ করে দিল্লি, কর্নাটক এবং মধ্যপ্রদেশ হাইকোর্টে মামলা দায়ের করে অনলাইন গেমিং সংস্থাগুলি। সেই মামলাগুলোই একসঙ্গে শোনার আর্জি জানায় কেন্দ্র। যা মেনে নিয়েছে সর্বোচ্চ আদালত।