ফরিদাবাদে এয়ার কন্ডিশনার বিস্ফোরণ। মর্মান্তিক দুর্ঘটনা। হরিয়ানার ফরিদাবাদের একটি চারতলা বাড়িতে গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনায় প্রাণ হারালেন পরিবারের তিন সদস্য এবং তাঁদের পোষা কুকুর। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন পরিবারের একমাত্র ছেলে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
ঘটনাটি ঘটেছে সোমবার ভোররাতে, প্রায় আড়াইটে নাগাদ। স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির একতলায় থাকা একটি এয়ার কন্ডিশনারের কম্প্রেসরে হঠাৎই বিস্ফোরণ ঘটে। তখন ওই তলায় কেউ ছিলেন না। তবে বিস্ফোরণের জেরে মুহূর্তের মধ্যেই ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে উপরের দিকে। ধোঁয়া ভরে যায় দ্বিতীয় তলায় থাকা ওই পরিবারের ফ্ল্যাট।
এই সময় ঘুমিয়ে ছিলেন শচীন কপূর, তাঁর স্ত্রী রিঙ্কু কপূর ও তাঁদের মেয়ে সুজান কপূর। হঠাৎ বিস্ফোরণ ও ধোঁয়ার কারণে তাঁরা বাইরে বেরোতে পারেননি। শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় তিনজনেরই। পরিবারের পোষা কুকুরটিও ওই ধোঁয়ার মধ্যেই মারা যায়।
অন্যদিকে, পরিবারের অপর ছেলে অন্য ঘরে ঘুমোচ্ছিলেন। তিনি শেষ মুহূর্তে জানালা দিয়ে লাফ দিয়ে প্রাণ বাঁচাতে সক্ষম হন। তবে তিনি গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
প্রতিবেশী মায়াঙ্ক জানান, “একটি বিকট শব্দে ঘুম ভেঙে যায় আমাদের। তখনই আমরা দৌড়ে যাই উদ্ধারকাজে। ধোঁয়া এতটাই ঘন ছিল যে কিছুই বোঝা যাচ্ছিল না।”
বাড়িটির তৃতীয় তলায় সচিন কপূরের অফিস ছিল। আর চতুর্থ তলায় একটি সাত সদস্যের পরিবার থাকত। তাঁদের কারও ক্ষতি হয়নি। তবে হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে ।
পুলিশ ও দমকল সূত্রে জানা গেছে, বিস্ফোরণের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। আপাতত ধারণা করা হচ্ছে, এয়ার কন্ডিশনারের কম্প্রেসর অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে ফেটে যায়। ফরিদাবাদের এই ভয়াবহ ঘটনায় স্থানীয় মানুষজন হতবাক।