বহুল প্রতীক্ষিত ‘Awe Dropping’ ইভেন্টে একেবারে নতুন iPhone 17 নিয়ে হাজির হল অ্যাপল। অ্যাপল পার্কে অনুষ্ঠিত মূল বক্তব্যে সিইও টিম কুক ঘোষণা করেন, এই বছরের বেস মডেল হিসেবে আসছে এই নতুন আইফোন। গত বছরের এ১৮ চিপসেটের উত্তরসূরি এ১৯ প্রসেসর, নতুন iOS 26 অপারেটিং সিস্টেম, উন্নত ক্যামেরা, দ্রুত পারফরম্যান্স ও একাধিক নতুন ফিচার নিয়ে এসেছে এটি। এর সঙ্গে থাকছে অ্যাপল ইন্টেলিজেন্স কোম্পানির নিজস্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি।
আইফোন ১৭–এর দাম শুরু হচ্ছে ৭৯৯ মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৭০,৪০০ টাকা থেকে, যেখানে বেস ভ্যারিয়েন্টে থাকছে ২৫৬জিবি স্টোরেজ। এছাড়া ৫১২জিবি ভ্যারিয়েন্টও পাওয়া যাবে। ভারতে এর দাম নির্ধারিত হয়েছে ৮২,৯০০ টাকা।
ফোনটি পাওয়া যাবে ল্যাভেন্ডার, মিস্ট ব্লু, সেজ, হোয়াইট এবং ব্ল্যাক কালার অপশনে। প্রি-অর্ডার শুরু হবে ১২ সেপ্টেম্বর থেকে এবং ডেলিভারি শুরু হবে ১৯ সেপ্টেম্বর বিশ্বজুড়ে।
ডিজাইন ও ডিসপ্লে
iPhone 17 একটি ডুয়াল সিম ফোন। মার্কিন যুক্তরাষ্ট্রে শুধুই eSIM, আর বিশ্বব্যাপী Nano+eSIM। এতে থাকছে ৬.৩ ইঞ্চি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, যার সঙ্গে যুক্ত হয়েছে ১২০Hz প্রো-মোশন প্যানেল। এর ফলে আইফোন ১৭ প্রথম নন-প্রো মডেল, যেখানে ১২০Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে।
ডিসপ্লে সর্বোচ্চ ৩,০০০ nits ব্রাইটনেস সাপোর্ট করে। এর সঙ্গে থাকছে Ceramic Shield 2 প্রোটেকশন, Always-On Display এবং IP68 রেটিং যা জল ও ধুলো প্রতিরোধী।
ক্যামেরা
ক্যামেরার দিক থেকেও বড় পরিবর্তন এসেছে। পেছনে থাকছে ডুয়াল ক্যামেরা সিস্টেম। ৪৮ মেগাপিক্সেল ফিউশন মেইন ক্যামেরা (f/1.6 অ্যাপারচার, সেন্সর-শিফট OIS), যা 2X টেলিফটো লেন্স হিসেবেও ব্যবহার করা যাবে (৫২ মিমি ফোকাল লেংথ)। ৪৮ মেগাপিক্সেল ফিউশন আল্ট্রা-ওয়াইড ক্যামেরা (f/2.2 অ্যাপারচার, ম্যাক্রো ক্ষমতাসহ)। সামনের দিকে রয়েছে নতুন সেন্টার স্টেজ সেলফি ক্যামেরা।
প্রসেসর ও পারফরম্যান্স
iPhone 17 চালিত হচ্ছে নতুন A19 চিপসেট এবং iOS 26 এ। এর সঙ্গে থাকছে ১৬-কোর Neural Engine, যা দ্রুত এবং পাওয়ার-সাশ্রয়ী এআই কাজ সম্পাদন করতে পারবে। অ্যাপলের দাবি অনুযায়ী, এটি আগের মডেলের তুলনায় ৪০ শতাংশ দ্রুত সিপিইউ পারফরম্যান্স দেবে। স্টোরেজও বেড়েছে। বেস ভ্যারিয়েন্ট থেকেই শুরু হচ্ছে ২৫৬জিবি স্টোরেজ দিয়ে।
ব্যাটারি ও চার্জিং
iPhone 17 আগের মডেল iPhone 16–এর তুলনায় প্রায় ৮ ঘণ্টা বেশি ব্যাটারি ব্যাকআপ দেবে। চার্জিং গতিও অনেক উন্নত। কয়েক মিনিটে ৫০ শতাংশ চার্জ। মাত্র ১০ মিনিট চার্জেই প্রায় ৮ ঘণ্টা ব্যবহার করা সম্ভব।
iPhone 17 কেবল দ্রুত পারফরম্যান্স ও উন্নত ক্যামেরাই নয়, বরং ডিসপ্লে, ব্যাটারি ও এআই ফিচারেও বড়সড় আপগ্রেড এনে দিয়েছে।
