কোভিডের সময় বেকিং শিখেছিলেন নেহাতই সময় কাটানোর জন্য। তবে সেটা যে এভাবে কাজে লাগবে তা কখনই তিনি ভাবেননি। আর করলেন তো করলেন একেবারে মেয়ের জন্মদিনে নিজের হাতে বানানো কেক। বলিউডের কতজন মাম্মা এটা পারে তা নিয়ে সংশয় থাকলেও, দীপিকা পাড়ুকোন যে এই ব্যাপারে একেবারে সিদ্ধহস্ত তা বলাই বাহুল্য। দুদিন আগে হয়ে গেছে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং-এর কন্যা দুয়ার প্রথম জন্মদিন আর মেয়ের জন্মদিনকে স্পেশাল করে তুলতে দীপিকা বানিয়ে ফেললেন একা হাতে চকোলেট কেক।
রান্না করার চেয়ে বেকিং করতে তিনি যে বেশি ভালবাসেন কথাটা তিনি ঘনিষ্ঠ মহলে বারবার বলে এসেছেন। আর তাই দুয়ার জন্মদিনকে একটু অন্যভাবে সেলিব্রেট করতে কোনও নামী ব্র্যান্ডের কেক নয়, ঘরেই বানিয়ে নিলেন কয়েক লেয়ারের চকোলেট ইয়াম্মি কেক ।
তবে দুয়ার জন্মদিন একান্তই ঘরোয়া ভাবে পালন করা হয়েছে । দুই পরিবারের সদস্যরা এবং দীপবীরের কিছু ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে । দুই দাদু ঠাকুমা, দিদিমা মাসি পিসি সবাই মিলে ভালবাসায় ভরিয়ে দেন দুয়াকে, আনেন একের পর এক স্পেশাল গিফটও। তবে সোশ্যাল মিডিয়াতে দুয়ার বা তার জন্মদিনের কোনও ছবি পোস্ট করেননি এই তারকা দম্পতি। আর তাতেই বোঝা যাচ্ছে নিজেদের বিয়ে নিয়ে যতই মাতামাতি করুন না তারা, একরত্তি মেয়ের জন্মদিনকে একেবারেই পাবলিক করতে চান না। তবে দীপিকার ইনস্টা অ্যাকাউন্টে তিনি কাটা কেক আর চারপাশে ফুল এবং মোমবাতি দিয়ে ডেকোরেশন করা একটি ছবি দিয়েছেন যার মধ্যে রয়েছে আন্তরিকতার স্পর্শ, সঙ্গে আধুনিকতার মিশেল।
দীপিকা বরাবরই মেয়েকে পাপরাৎজিদের থেকে দূরে রাখতে চান। কয়েকদিন আগে মুম্বই এয়ারপোর্টে কয়েকজন দীপিকা অনুরাগী দুয়ার ফটো তুলতে চাইলে দীপিকা তাদের বাধা দেন। সঙ্গে সঙ্গে সিকিউরিটি গার্ডরা এসে সামলে নেন পরিস্থিতি।
