২০০৭ সালে একসঙ্গে ‘অওয়ারাপান’ নামে একটি গ্যাংস্টার থিমের প্রেমকাহিনি নিয়ে কাজ করেছিলেন মোহিত সুরি ও ইমরান হাশমি। যদিও সিনেমাটি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি, তবে সিনেমার গান ব্যাপক জনপ্রিয়তা পায়, আর আজ ‘অওয়ারাপান’ মোহিত সুরির ফিল্মোগ্রাফির অন্যতম ট্র্যাজিক লাভ স্টোরি হিসেবে ধরা হয়।
প্রথম সিনেমার প্রতি দর্শকদের ভালোবাসা এবং আগ্রহ দেখে প্রযোজকরা ‘অওয়ারাপান’-এর সিক্যুয়েলের ঘোষণা করেন। ইমরান হাশমি, চরিত্র শিবম পন্ডিতকে পুনরায় ফিরিয়ে আনছে বড় পর্দায়। তবে পরিচালক মোহিত সুরির জায়গায় এবার দায়িত্ব নিয়েছেন নিতিন কক্কর।
এবার পিঙ্কভিলা রিপোর্ট অনুযায়ী জানা গেছে, ‘অওয়ারাপান ২’-এর মহিলা প্রধান চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন দিশা পাটানি। সিনেমার সঙ্গে সংযুক্ত এক সূত্রের মতে, “প্রথম ‘অওয়ারাপান’-এর মতোই সিক্যুয়েলও একটি গভীর প্রেমকাহিনি, যা গ্যাংস্টার জগতের পটভূমিতে সাজানো। প্রথম অংশের স্পিরিট অক্ষুণ্ণ রাখা হয়েছে আর সিক্যুয়েলে প্রেম ও আবেগ দুটোই দ্বিগুণ করা হয়েছে। ইমরান হাশমি শিবম পন্ডিতের চরিত্রে থাকবেন, আর দিশার চরিত্রের বিস্তারিত তথ্য এখনও গোপন রাখা হয়েছে।”
সূত্র আরও জানায়, “দিশার জন্য চরিত্রটি পুরোপুরি মানানসই ছিল এবং স্ক্রিপ্টের ন্যারেশনের সময়ই তিনি গল্পটি পছন্দ করেছিলেন। আবেগপূর্ণ গল্পের ধারা দেখে দিশা সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে চুক্তি করেন।”
‘অওয়ারাপান ২’-এর প্রযোজকরা জানান, তাঁরা বর্তমানে সিনেমার সঙ্গীত নিয়ে কাজ করছেন। পরিকল্পনা রয়েছে সিনেমায় কিছু প্রাচীন গান ফেরত আনার এবং নতুন প্রেমের গান বানানোর। সূত্র জানায়, “অওয়ারাপান মানেই সঙ্গীত, সিক্যুয়েলেও পূর্ণাঙ্গ সঙ্গীত অ্যালবাম থাকবে। শুটিং সেপ্টেম্বর শেষ বা অক্টোবরের শুরুতে শুরু হবে এবং জানুয়ারির মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে।” ‘অওয়ারাপান ২’-এর মুক্তি নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের গ্রীষ্মে।
