সম্প্রতি মোবাইল নির্মাতা সংস্থা অ্যাপল লঞ্চ করেছে ২৫৬ জিবির আইফোন এয়ার। ১ লক্ষ ১৯ হাজার টাকা দামের এই মোবাইলটি হল সবচেয়ে স্লিমেস্ট বা পাতলা আইফোন। সম্পূর্ণ টাইটেনিয়াম ধাতু দিয়ে এই মোবাইল তৈরি হয়েছে। এই মোবাইলটি আগামী দিনের ভবিষ্যৎ হতে চলেছে বলে জানিয়েছেন অ্যাপলের অন্যতম ডিজাইনার আবিদুর চৌধুরী।
আবিদুর চৌধুরী আদতে বাংলাদেশি বংশোদ্ভূত। তবে তাঁর জন্ম লন্ডনে। সেখানেই পড়াশোনা। বর্তমানে তিনি থাকেন আমেরিকার সান ফ্রান্সিসকোয়। আবিদুর নিজেকে একজন সমস্যা সমাধানকারী হিসেবে পরিচয় দিতেই ভালোবাসেন।
আবিদুর বলেছেন, তিনি এমন পণ্য তৈরি করতে চান যা ছাড়া মানুষ আগামী দিনে চলতে পারবে না।
২০১৯ সালের জানুয়ারি মাস থেকে ডিজাইনার হিসেবে অ্যাপলেতে চাকরি করছেন।
তাঁর নকশাতেই তৈরি হয়েছে আইফোন এয়ার। এই ফোনের বিশেষ বৈশিষ্ট্য হল এর পাতলা গড়ন। এটি আগের মডেলগুলোর তুলনায় মাত্র এক তৃতীয়াংশ কম পুরু। এই ফোনে রয়েছে একটি ক্যামেরা। যা টেলিফটো লেন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ব্যবহার করে ছবির মান উন্নত করে। এর ব্যাটারি ছোটো, কিন্তু রয়েছে ব্যাটারি সেভিং সফটওয়্যার। যে কারণে সারা দিনে একবার মাত্র চার্জ দিলেই কাজ করতে সক্ষম। এই নতুন মোবাইল সেটটির উদ্বোধনী অনুষ্ঠানে আবিদুর বলেন, এটি এমন একটি জিনিস যা বিশ্বাস করার জন্য আপনাকে হাতে নিয়ে দেখতে হবে।
ইতিমধ্যেই আইফোন এয়ার নিয়ে ক্রেতাদের মধ্যে যথেষ্ট উন্মাদনা দেখা গিয়েছে। অনেকে একবার হলেও হাতে নিয়ে দেখতে চাইছেন এই পাতলা ফোন। সংস্থার তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই অ্যাপলের নতুন আইফোন ১৭, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেল বাজারে আসতে চলেছে।
Leave a comment
Leave a comment
