মাত্র এক দিনেই বদলে গিয়েছে পুরো ছবি। রবিবার রাত পর্যন্ত ধন-সম্পদ, সম্পত্তি, ঐশ্বর্যের কোনও অভাব ছিল না। কিন্তু এখন প্রাণ বাঁচাতে চাইছেন নেপালের নেতা মন্ত্রীরা। ইস্তফা দিয়ে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সেনাবাহিনীর নিরাপদ আশ্রয়ে রয়েছেন। একইভাবে দেশ ছেড়ে পালাতে চাইছেন অন্য মন্ত্রীরাও। মন্ত্রীদের পালানোর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভিডিয়োতে দেখা গিয়েছে হেলিকপ্টারের ভিতরে জায়গা না হওয়ায় কপ্টারের সঙ্গে ঝোলা দড়ি ধরে ঝুলতে ঝুলতে পালাচ্ছেন মন্ত্রীরা। একইভাবে দেশ ছাড়ছেন পদস্থ সরকারি কর্তারাও। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি জাজবাত24বাংলা।
সোমবার থেকে তীব্র গণআন্দোলনের জেরে নেপালে প্রধানমন্ত্রী-সহ এক ডজনের বেশি মন্ত্রী পদত্যাগ করেছেন। এই মুহূর্তে দেশের শাসনভার সেনার হাতে। কাঠমাণ্ডু সহ দেশের একাধিক জায়গায় জারি রয়েছে কারফিউ। রাস্তায় চলছে সেনার টহলদারি। এর আগেও ভাইরাল হয়েছিল একটি ভিডিয়ো। ওই ভিডিয়োতে দেখা গিয়েছে নেপালের অর্থমন্ত্রীকে তাড়া করছে সাধারণ মানুষ। রাস্তায় ফেলে তাঁকে কিল, চড়, লাথি মারা হচ্ছে। নেপালের বিদেশমন্ত্রী আরজু রানা দেউবা এবং তাঁর স্বামী প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকেও মারধর করা হচ্ছে তাঁদের বাড়িতে ঢুকে।
এরই মধ্যে সামনে এল আরও একটি ভাইরাল ভিডিয়ো। ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, সেনাবাহিনীর কপ্টারে কয়েকজন মন্ত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের উদ্ধার করে আনা হচ্ছে। হেলিকপ্টারের ভিতরে ঢুকতে পারেননি কয়েকজন মন্ত্রী ও সরকারি আধিকারিক। তাঁরা কপ্টার থেকে ঝোলানো দড়ি ধরে ঝুলতে ঝুলতে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছেন।