কুনিকা সদানন্দকে মনে পড়ে ? অবশ্য তখন তিনি কুনিকা লাল ছিলেন। হ্যাঁ কুমার শানুর বহু চর্চিত গার্লফ্রেন্ডের কথাই বলা হচ্ছে একটা সময় কুনিকার ও শানুর রোমান্স নিয়ে আরব সাগরের তীরে কম মাখো মাখো আলোচনা হয়নি। তবে তার মধ্যে কতটা মিথ আর কতটা সত্যি সেটা অনেকের কাছে অজানা। দীর্ঘ প্রায় ২৭ বছর পর কুনিকার ছেলে আইয়ান পডকাস্টার সিদ্ধার্থ কারনানের শোতে এসে এই ব্যাপারে অনেক ভ্রান্ত ধারণাকে দিলেন বদলে।
আইয়ান জানান কুনিকার সঙ্গে যখন আইয়ানের বাবার ডিভোর্স হয় তখন আইয়ান খুবই ছোট ।ডিভোর্সের পরে তার বাবা চলে যান মার্কিন যুক্তরাষ্ট্রে। এরপরে কুনিকার জীবনে বহু পুরুষ এসেছেন তাদের মধ্যে কেউ কেউ হাসবেন্ড মেটেরিয়াল আবার কারোর মধ্যে নিজের বাবাকে খুঁজে পেত আইয়ান। তবে এই সম্পর্কগুলো ছিল খুবই স্বল্প দিনের । অবশ্য কুমার শানুর সঙ্গে যে তার মায়ের দীর্ঘ সম্পর্ক ছিল সে বিষয়টি অস্বীকার করেননি আইয়ান। আইয়ানের ভাষায়, ‘তখন আমি খুব ছোট দেখতাম আমার মা সারাদিন কুমার শানুর গান গুনগুন করে গাইছে ব্যাপারটা বোঝার মতো বয়স তখন আমার ছিল না।’ সিদ্ধার্থ কার্নানের এই শোতে আইয়ান স্বীকার করেছেন তার মায়ের সম্পর্ক নিয়ে অনেক ভুলভাল তথ্য ছড়িয়ে আছে।
আইয়ান আরও জানান অনেকেই বলেন সম্পর্কটা নাকি ২৭ বছর ধরে চলেছিল কিন্তু আসল ব্যাপারটা হল কুনিকা যখন সম্পর্কে জড়ান তখন তাঁর নিজের বয়স ছিল ২৭ বছর। এমনকী আইয়ান এ-ও জানান এই সম্পর্কটা এতটাই অদ্ভুত যে মা এখনও শানুকে ভুলতে পারেনি এখনও তিনি কুমার শানুর গান অবসরে দু কলি গেয়ে ওঠেন। আইয়ান জানান একদিন তিনি মাকে সরাসরি জিজ্ঞেস করেছিলেন সম্পর্কটা নিয়ে। আর কুনিকা জবাব দিয়েছিলেন সোজাসাপ্টা। তিনি জানান সত্যিই তিনি কুমার শানুর প্রেমে পড়েছিলেন। শানুর মতো মানুষ হয় না তবে তারা কখনও বিবাহবন্ধনে আবদ্ধ হননি, লিভ ইন রিলেশনে ছিলেন। বহু বছর এই রিলেশনে থাকতে থাকতে একে অপরের ওপর একটা অন্যরকম অনুভূতি চলে আসে আর কুমার শানুর সঙ্গে তার প্রেমটা এতটাই ছিল যে তার মনে হয় সকলের জীবনেই এরকম একটা প্রেম আসা দরকার। কিন্তু ব্যাপারটাকে ভালো চোখে দেখেননি আইয়ান। তিনি জানান এই সম্পর্কটা ছিল বিষাক্ত, ভীষণ বিষাক্ত। এর জন্য আইয়ানকে ছোটবেলায় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে ।আইয়ানের বাবার সঙ্গে ডিভোর্সের পর কুনিকা একাকীত্বে ভুগতেন আর তখনই তাঁর জীবনে আসেন একাধিক পুরুষ। কিন্তু এদের মধ্যে কুমার শানুকে কুনিকা একমাত্র নিজের সোলমেট বলে আখ্যা দিয়েছেন।
সম্প্রতি বিগ বস উনিশের শো-তে নিলাম গিরির সঙ্গে কথোপকথনের সময় কুনিকা স্বীকার করে নেন তিনি একজন বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে ছিলেন। তবে ওই বিবাহিত পুরুষের নাম উচ্চারণ না করলেও ইঙ্গিত যে কুমার শানুর দিকেই ছিল তা স্পষ্ট। আইয়ান আরও জানান, তাঁর মার মধ্যে ইগো ছিল না আর সেই জন্যই হয়তো তিনি সম্পর্কটা টেনে নিয়ে যেতে পেরেছিলেন। তবে কুমার শানুর বিবাহিত স্ত্রী খুব স্বাভাবিকভাবেই এই সম্পর্কটাকে মেনে নেননি। এমনকী তিনি কুনিকার গাড়ি ভাঙচুর করেছিলেন। আর তারপর থেকেই শানুর সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়তে থাকে কুনিকার।
কিন্তু যাকে নিয়ে এত কথা সেই কুনিকা নিজে কী বলছেন শোনা যাক তার নিজের মুখ থেকেই, ‘আমি একজন বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে ছিলাম এটি সত্যি তবে আমরা কোনদিনই বিয়ে করিনি। বরাবর লিভ ইন রিলেশনে ছিলাম। আমি তাকে নিজের বলে মনে করতাম। আমাদের সম্পর্ক খুবই গভীর ছিল। তখন তার স্ত্রীর সঙ্গে বনিবনা একদমই হচ্ছিল না তবে সম্পর্কটা ভাঙার পেছনে একাধিক মহিলার হাত আছে আমার ওই রোমান্টিক মানুষটি অন্য মহিলার সঙ্গে জড়িয়ে পড়াতে আমাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল । তবে তিনি আমাকে এতটাই ভালবাসতেন যে আমার কাছে ওই প্রেমের কথা স্বীকার করেছিলেন।’
Kuniccka Sadananda, Kumar Sanu, Kuniccka Sanu affair, Kumar Sanu love life