বুধবার সূর্য কুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া যেভাবে এশিয়া কাপ অভিযান শুরু করেছে, এর থেকে দুর্দান্ত শুরু কল্পনাও করা যায় না। আয়োজক সংযুক্ত আরব আমিরশাহীকে (UAE) ৫৭ রানে গুটিয়ে দেওয়ার পর মাত্র ৪.৩ ওভারেই জয়ের প্রয়োজনীয় কড়ি সংগ্রহ করে ফেলে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নরা। কুলদীপ যাদবের বিষাক্ত স্পিন এবং অভিষেক শর্মার ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে সব মিলিয়ে দুই ঘন্টাও লাগেনি ম্যাচ শেষ হতে।
তবে শুধু মাঠেই নয়, এমন বিধ্বংসী জয়ের পর মাঠের বাইরেও একইরকম আগ্রাসী মেজাজে দেখা গেল ভারত অধিনায়ক সূর্য কুমার যাদবকে। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই আধিপত্য নিয়ে তাঁর দিকে কার্যত একটি বাউন্সার ছুঁড়ে দেন প্রাক্তন ক্রিকেটার তথা উপস্থাপক সঞ্জয় মঞ্জরেকর। সেই বাউন্সারকে স্বকীয় ভঙ্গিতেই স্ট্যান্ডে ছুঁড়ে ফেলেছেন সূর্য। উল্লেখ্য, টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতিটি ইনিংস হয় ২০ ওভারের। সেখানে বুধবার সাকুল্যেই হয়েছে ১০৬ বল। অর্থাৎ গোটা ম্যাচে ২০ ওভারও সম্পূর্ণ হয়নি।
সেই কথাই মনে করিয়ে দিয়ে মঞ্জরেকর বলেন, “এটা অবিশ্বাস্য ছিল। এই আধিপত্য ছিল দেখার মতো। কিন্তু আমি শুধু ভাবছি, তুমি কি তোমার পুরো ম্যাচ ফি পাবে?” জবাবে প্রশ্নটি কার্যত উড়িয়ে দিয়েছেন সূর্য। তাঁর সাফ জবাব, “এটা নিয়ে আমরা পরে কথা বলব। তবে হ্যাঁ, ছেলেদের কাছ থেকে আমরা এটাই চেয়েছিলাম। একটা ক্লিনিক্যাল পারফরম্যান্স। মাঠের মধ্যে আমরা তাদের শক্তি এবং আক্রমণাত্মক মনোভাবই দেখতে চেয়েছিলাম।”
বুধবারের সন্ধ্যায় দুবাইয়ের মাঠে বাঁহাতি চায়নাম্যান বোলার কুলদীপ যাদব ছিলেন কার্যত অপ্রতিরোধ্য। ৭ রান দিয়ে নেন চারটি উইকেট। পাশাপাশি শিবম দুবের দখলে ৩ উইকেট। সেই প্রসঙ্গে ভারত অধিনায়ক বলেন, “সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এখানে অনেকেই ছিল। উইকেট কিছুটা মন্থর ছিল। তাই স্পিনারদের বড় ভূমিকা ছিল। এখানে এমনিতেই এখন খুব গরম। এই পরিবেশে কুলদীপ খুব ভালো বল করেছে। তা ছাড়া হার্দিক, দুবে এবং বুমরাহ’র কাছ থেকেও ভাল সমর্থন পেয়েছি আমরা।”
পাশাপাশি অভিষেক শর্মাকে নিয়ে বলতে গিয়ে জানান, “ও বর্তমানে বিশ্বের এক নম্বর ব্যাটার একটা কারণেই। আমরা ২০০ রান তাড়া করি কিংবা ৫০ রান, ও অবিশ্বাস্যভাবে টোনটা সেট করে দেয়। এ বার পাকিস্তানের বিরুদ্ধে খেলার জন্য সবাই উত্তেজিত।”