মহারাষ্ট্রের আকোলা শহরে ২০২৩ সালের মে মাসে ঘটে যাওয়া সাম্প্রদায়িক দাঙ্গার তদন্তে পক্ষপাতিত্বের অভিযোগে মহারাষ্ট্র পুলিশকে কঠোর ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। আদালত নির্দেশ দিয়েছে, নতুন একটি বিশেষ তদন্ত দল (SIT) গঠন করতে হবে, যেখানে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের সিনিয়র অফিসারদের অন্তর্ভুক্ত করা হবে।
সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের বেঞ্চের পর্যবেক্ষণ, “কেউ পুলিশ ইউনিফর্ম পরার পর তাঁকে ধর্ম ও জাতিসহ সব ধরনের পক্ষপাতিত্বের ঊর্ধ্বে উঠে আইন অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।”
২০২৩ সালের ১৩ মে আকোলার পুরনো শহর এলাকায় এক সামাজিক মাধ্যম পোস্টকে কেন্দ্র করে হিংসাত্মক সংঘর্ষে একজনের মৃত্যু হয় এবং দু’জন পুলিশ সহ অন্তত আটজন আহত হন। ওই ঘটনায় ১৭ বছরের মোহাম্মদ আফজাল শরিফ গুরুতরভাবে আহত হন।
পরে হাসপাতালে ভর্তি অবস্থায় ১৫ মে তাঁর বয়ান নেওয়া হলেও অভিযোগ, পুলিশ তাঁর ওপর হামলার ঘটনায় কোনও মামলা নথিভুক্ত করেনি বা তদন্ত শুরু করেনি, যদিও তা গুরুতর অপরাধের আওতায় পড়ে।
ভুক্তভোগী নাবালক ২০২৪ সালের জুলাই মাসে বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চে আবেদন করেন। কিন্তু হাইকোর্ট কোনও স্বস্তি না দিয়ে আবেদন খারিজ করে দেয়। এর পর তিনি সুপ্রিম কোর্টে আবেদন জানান।
সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার নির্দেশ দিয়েছে, মহারাষ্ট্রের স্বরাষ্ট্রসচিবকে বিশেষ তদন্ত দল (SIT) গঠন করতে হবে, যেখানে হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের উচ্চপদস্থ পুলিশ অফিসাররা থাকবেন এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত করবেন।
