পরাধীন ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শুরু হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন। যে আন্দোলন নাড়িয়ে দিয়েছিল ব্রিটিশ শাসনের ভিত। এই আন্দোলনে যোগ দিয়ে হাজার হাজার নারী দেশের প্রতি তাঁদের ভালোবাসা উজাড় করে দিয়েছিলেন। সেই পরাক্রমশালী নারীরাই যেন প্রকৃত দুর্গা। ২০২৫-এ হাতিবাগান নবীনপল্লির দুর্গাপুজোর ভাবনাও তাই এটাই।
২০২৫ সালে হাতিবাগান নবীনপল্লীর দুর্গা পুজোর থিম হিসেবে ভারত ছাড়ো আন্দোলনকে তুলে ধরা হচ্ছে। এই থিমের নাম ‘আমাদের দেশ, আমাদের দুর্গা’। এই থিমের মাধ্যমে ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত বহু নারী যোদ্ধার কথা তুলে ধরা হবে যাঁদের অনেকের নামই অজানা। তাঁদের আত্মত্যাগকে স্মরণ করা হবে। যাঁদের কথা বিশেষভাবে সামনে আসেনি তাঁদের কথা এই থিমের মাধ্যমে বলা হবে।
হাতিবাগান নবীনপল্লীর পুজো কমিটির লক্ষ্য হল দেশ ও দেশের ঐতিহ্যকে সম্মান করা এবং ভারত ছাড়ো আন্দোলনের মতো গুরুত্বপূর্ণ ঘটনার কথা জনগণের সামনে নিয়ে আসা।
ব্রিটিশ শাসকের নিষ্ঠুর দমন পীড়ন নীতিকে উপেক্ষা করে সাধারণ মানুষের রক্তক্ষয়ী সংগ্রাম ছিল ভারত ছাড়ো আন্দোলনের অন্যতম দিক। যা প্রায় ২০০ বছরের ব্রিটিশ শাসনের ভিতকে টলিয়ে দিয়েছিল। যে আন্দোলনে নারীদের সক্রিয় যোগদান এক নতুন ইতিহাস তৈরি করেছে। অরুণা আসরফ আলি থেকে উষা মেহেতা, মাতঙ্গিনী হাজরা থেকে কুমুদিনী ডাকুয়া, ভোগেশ্বরী ফুকাননী থেকে শশীবালা দাসী, কনকলতা বড়ুয়া থেকে তিলেশ্বরী বড়ুয়া এমন নারীরা কেউ আন্দোলনে নেতৃত্ব দিয়ে কারাবরণ করেছেন। কেউ শহিদ হয়েছেন।
পুজো কমিটির দাবি তাঁদের কাছে এই নারীরাই প্রকৃত দুর্গা। দেশের স্বার্থে ব্রিটিশ শক্তিকে পরাস্ত করতে তাঁরা দেশের হয়ে ত্রিশূল ধরেছিলেন। তাই সেই যোদ্ধাদের সম্মান জানাতেই পূজোর থিম ‘আমাদের দেশ আমাদের দুর্গা’।