আর কয়েকটা দিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। কলকাতার বিভিন্ন বিগ বাজেটের পুজোগুলিতে জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কলকাতার বিগ বাজেটের পুজোগুলোর মধ্যে লেকটাউন শ্রীপল্লি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুজো অন্যতম। এবার এই পুজো কমিটির থিম হচ্ছে নগরজীবন ও জীবনধারার বিবর্তন।
এবার এই পুজো ৫৮ তম বর্ষে পড়েছে। বদলে যাওয়া কলকাতার নানা ধাপকে তুলে ধরতে চেয়েছেন উদ্যোক্তারা।
এক সময় ব্রিটিশ শাসনের আওতায় যে শহরগুলি ছিল তার মধ্যে কলকাতা ছিল অন্যতম। তবে ব্রিটিশ রাজ কবেই শেষ হয়েছে। বদলেছে সময়। কলকাতা ও কলকাতাবাসী সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে নিজেদের বদলে নিয়েছে সেটাই তুলে ধরতে চেয়েছেন লেকটাউন শ্রীপল্লি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোক্তারা।
পাশাপাশি কলকাতার সুপ্রাচীন ও সাংস্কৃতিক ঐতিহ্যের কথাও তুলে ধরা হচ্ছে মণ্ডপে। একসময় মানুষ খবরে কাগজ এবং রেডিওর জনপ্রিয়তা ছিল। ধীরে ধীরে তাতে ভাটা পড়ে। এখন স্মার্টফোনে অনলাইনে নানা নিউজ প্ল্যাটফর্ম যাবতীয় খবরের চাহিদা মেটাচ্ছে। উদ্যোক্তারা তাদের থিমের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরতে চাইছেন কীভাবে এই প্রযুক্তিগত পরিবর্তন ঘটল এবং তাতে যুক্ত হলেন সাধারণ মানুষ।
গত কয়েক দশকে কলকাতার পরিবহণ, কলকাতার মানুষের দৈনন্দিন জীবন কীভাবে বিবর্তিত হয়েছে সেটাও তুলে ধরা হয়েছে এখানে।
উদ্যোক্তাদের দাবি, তাদের এই থিম যে শুধুই উপভোগ্য তাই নয়, এই থিম মানুষকে ভাবাবে। উদ্যোক্তারা আশা করছেন, তাঁদের এই থিম মানুষের কাছে যথেষ্ট গ্রহণযোগ্য হবে। বাড়বে ভিড়ের বহর। অতিরিক্ত ভিড় সামাল দিতে এখন থেকেই প্রস্তুতি শুরু করেছেন তাঁরা।