কলকাতা ফুটবল লিগে প্রিমিয়ার ডিভশনের সুপার সিক্সে রবিবার মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি ও ডায়মন্ড হারবার এফসি। লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের এই ম্যাচটিই কার্যত স্থির করে দেবে ২০২৫ এর লিগ চ্যাম্পিয়নের শিরোপা কাদের মাথায় উঠবে। যাদবপুরের কিশোর ভারতী স্টেডিয়ামে বেলা তিনটে থেকে শুরু হবে খেলা।
আইএফএ-র শনিবারের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের ম্যাচে ডুরান্ড সেমিফাইনালে হারের বদলা নেওয়ার সুযোগ মিলছে লাল হলুদ ব্রিগেডের কাছে। যুবভারতী ক্রীড়াঙ্গণে ১-২ গোলে হেরে খেতাব জয়ের লড়াই থেকে ছিটকে যেতে হয়েছে অস্কার ব্রুঁজোর ইস্টবেঙ্গলকে।
অন্যদিকে, সিএফএল প্রিমিয়ারে গতবারের খেতাব জয়ের অসমাপ্ত লড়াই এবার পুষিয়ে নেওয়ার সুযোগ থাকবে নীল-কালো জার্সির দলের কাছে। কিবু ভিকুনার ডায়মন্ড হারবার গতবছর তাদের আই লিগ ২ এর ম্যাচের জন্য লিগের ম্যাচটি পিছিয়ে দেওয়ার অনুরোধ রেখেছিল নিয়ামক সংস্থার কাছে। কিন্তু তাদের সেই অনুরোধ রাখা হয়নি। এর পরই আইনি জটিলতায় লিগ চ্যাম্পিয়ন আজও নির্ধারিত হয়নি।
তবে যাবতীয় পুরনো হিসেব-নিকেশ ভুলে রবিবার জয়ের লক্ষ্যেই দু-দল ঝাঁপানোর জন্য তৈরি। লাল-হলুদ ব্রিগেডের জুনিয়র দলের কোচ বিনো জর্জ কিন্তু বেশ আশাবাদী। কার্ড সমস্যায় সুপার সিক্সের প্রথম ম্যাচে খেলতে পারেননি দেবজিৎ মজুমদার এবং সায়ন বন্দ্যোপাধ্যায়। তবে এদের ছাড়াও ইউনাইটেডের বিরুদ্ধে ৩-০ গোলে জিতেছে ইস্টবেঙ্গল। রবিবারের ম্যাচে দু’জনেই ডায়মন্ড হারবারের বিরুদ্ধে প্রথম একাদশে থাকবেন। ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে গোল করে ফর্মে রয়েছেন ভানলালপেকা গুইতে এবং পিভি বিষ্ণু। খেতাব জয়ের লড়াইতে এঁদের দিকে তাকিয়ে ময়দানের শতাব্দী প্রাচীন ক্লাবের সদস্য সমর্থকরা।
অন্যদিকে, সুপার সিক্সের প্রথম ম্যাচে সুরুচির বিরুদ্ধে ৪-০ গোলে জয় আত্মবিশ্বাসী করেছে ডায়মন্ড হারবার এফসি-র লড়াকু ফুটবলারদের। নৈহাটিতে সেদিনের ম্যাচে জোড়া গোল করেছিলেন আকিব নবাব, একটি করে গোল করেন শৈবোরলাং খার্পন এবং অমরনাথ বাসক। ডা়য়মন্ড হারবারের হেড কোচ কিবু ভিকুনার দুই সহকারি, দীপঙ্কুর শর্মা ও অভিষেক দাস তাই বেশ আশাবাদী। তবে মুখে না স্বীকার করলেও হাবেভাবে কিন্তু বুঝিয়েছেন তাঁর দলের তরুণ ব্রিগেড মিকেল ও জাস্টিনের মতোই গোল পেতে চান।
সিএফএল প্রিমিয়ারে শনিবার মহমেডান স্পোর্টিং ক্লাব ৬-১ গোলে হারিয়েছে রেলওয়ে এফসিকে। নৈহাটিতে অবনমন রাউন্ডের ম্যাচে ময়দানের শতাব্দী প্রাচীন ক্লাবের বড় ব্যবধানে জয় স্বস্তি দিয়েছে ক্লাব কর্তা থেকে শুরু করে সদস্য সমর্থকদের। মহমেডানের হয়ে এদিন গোল করেছেন অ্যাডিশন(২), সাকা, সামাদ, শিবা এবং লালরোথাঙ্গা। অবনমন রাউন্ডের প্রথম ম্যাচে ওয়াকওভার পেয়েছে মহমেডান।